Web bengali.cri.cn   
চীন সরকার বরাবরই দুর্নীতি দমন ও সত সরকার গঠনের নীতিতে অটল: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2015-03-15 12:44:20  cri
মার্চ ১৫: চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার বরাবরই দুর্নীতি দমন ও সৎ সরকার গঠনের নীতিতে অটল। দুর্নীতি দমনে দ্রুতগতিতে অপরাধীদের শাস্তি কার্যকর করা হবে। আজ (রোববার) চীনের দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশন শেষে মহা গণভবনে দেশি বিদেশি সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের নাগরিক ও বিভিন্ন মহলের কাছে সরকারের কর্মকাণ্ড স্বচ্ছ হওয়া উচিত। সরকারকে আরো নিয়মানুবর্তী হওয়া উচিত। নিজের কল্যাণে নয়, বরং জনগণের কল্যাণে চীন সরকার তার ক্ষমতা ব্যবহার করবে।

তিনি আরো বলেন, আইন অনুযায়ী দেশ পরিচালনা করা উচিৎ। আইনের কাছে সবাই সমান, কেউ আইনের আওতার বাইরে নয়। প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন, এর পাশাপাশি গভীর তত্ত্বাবধান ও প্রশিক্ষণ জোরদার করা হবে। (আকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040