Web bengali.cri.cn   
চীনের দ্বাদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশন সমাপ্ত
  2015-03-15 13:04:31  cri
মার্চ ১৩: চীনের দ্বাদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশন আজ (শুক্রবার) বিকেলে পেইচিংয়ে গণ মহাভবনে সমাপ্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংসহ জাং দে চিয়াং, ইয়ু জেং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান, জাং কাও লি প্রমুখ রাষ্ট্রীয় নেতা এবং ২১১৪জন কমিশনার অধিবেশনে উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ু জেং শেং ।

অধিবেশন বলা হয়, ২০১৫ সাল হচ্ছে সার্বিকভাবে সংস্কার গভীরতর করার গুরুত্বপূর্ণ বছর, সার্বিকভাবে আইন অনুযায়ী দেশ শাসন করার সূচনা বছর এবং সার্বিকভাবে 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা' সম্পন্ন করার শেষ বছর।

রাজনৈতিক প্রস্তাবে উল্লেখ করা হয়, গণ-রাজনৈতিক পরামর্শকে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমস্যাকে গভীরভাবে তদন্ত ও গবেষণা করতে হবে, ইতিবাচকভাবে পরামর্শ ও সরকারের বিষয় নিয়ে আলোচনা করতে হবে, বিশেষ করে 'ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা' তৈরি এবং অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করতে হবে এবং সমাজতান্ত্রিক মূল্যবোধের লালন ও চর্চাসহ বিভিন্ন প্রস্তাব দিতে হবে।

সমাপ্তি অনুষ্ঠানে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কার্যবিবরণী সংক্রান্ত প্রস্তাব এবং সংশ্লিষ্ট প্রস্তাবের নিরীক্ষা পরিস্থিতির রিপোর্ট গৃহীত হয়। (প্রেমা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040