
দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টের মহাপরিচালক চৌ ছিয়াং প্রতিবেদন দেওয়ার সময় জানান, গত বছর সুপ্রিম কোর্টে ১১২১০টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়, এর মধ্যে ৯৮৮২টির বিচার করা হয়। যা আগের বছরের তুলনায় ১.৮ শতাংশ ও ১.৭ শতাংশ বেশি।
তিনি আরো জানান, গত বছর সুপ্রিম কোর্ট আট দিক থেকে চীনের আইন সংক্রান্ত ব্যবস্থা জোরদার করেন। এর মধ্যে রয়েছে নিরাপত্তা জোরদার করা, ন্যায় বিচারে অবিচল থাকা এবং আইন গভীরতর করা ইত্যাদি। এ ছাড়া তিনি চলতি বছরে সুপ্রিম কোর্টের কর্মসূচীও তুলে ধরেন।
চীনের সুপ্রিম অভিশংসক দফতরের মহাপরিচালক ছাও চিয়েন মিং তাদের গত বছরের কাজকর্ম সংক্রান্ত তথ্য জানান।
(স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
