শ্রীলংকার প্রধানমন্ত্রীর তথ্য সবিচ সামানাথা উডাহিথি বলেছেন, ২০১৫ সালের দুই অধিবেশনে সি পি চিংয়ের উত্থাপিত 'চারটি মূল লক্ষ্য' গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে প্রেসিডেন্ট সি চিন পিং দুর্নীতি দমন করা ও সিপিসি'র কঠোর প্রশাসন গঠন করার প্রস্তাব উপস্থাপন করেছেন। সরকারের কর্মকর্তাদের স্বার্থের নয় বরং তা জনগণের চাহিদা বিবেচনা করেই।
একই সঙ্গে সামানাথা উডাহিথি চীনের অর্থনীতি ও সমাজ নির্মাণে পরিবেশ সংরক্ষণের চাহিদার ওপর গুরুত্ব দেন। শ্রীলংকা এখন একই সমস্যার সম্মুখীন উল্লেখ করে তিনি বলেন, চীনা জনগণের কল্যাণ বিবেচনা করা ও পরিবেশ সংরক্ষণ খাতে চীনের সফল অভিজ্ঞতা থেকে শ্রীলংকার শিক্ষা নেয়া উচিত।
এদিকে শ্রীলংকায় নিযুক্ত জাতিসংঘ কার্যালয়ের কর্মকর্তা মাহিন্দা মাত্তকা বলেছেন, সিপিসি চীনের ক্ষমতাসীন পার্টি। অধিকার প্রয়োগ করার মত প্রশাসন ও তত্ত্বাবধান ব্যবস্থাপনা গড়ে তোলা দারুণ গুরুত্বপূর্ণ। বিদায়ী বছরে সিপিসি দুর্নীতি দমন ও সৎ সরকার গঠনে অনেক ব্যবস্থা চালু করেছে। চীন বিশ্বের প্রভাবশালী দেশ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা। এই হিসেবে দুর্নীতি দমন ও সৎ সরকারের চিন্তাধারা চীন ও বিশ্বের অন্যান্য দেশের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।(সুবর্ণা/মান্না)