চীনের সার্বিক সংস্কার গভীরতর করার উচ্চ প্রশংসা করলেন নেপালের বিশেষজ্ঞ
মার্চ ১১: চীনের সার্বিক সংস্কার গভীরতর করার উচ্চ প্রশংসা করেছেন নেপালের চীন বিষয়ক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সুন্দরনাথ ভট্টারায়।
চীন আন্তর্জাতিক বেতারের নেপাল বিভাগকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত 'চারটি মূল লক্ষ্যের' কৌশলগত বিন্যাস চলতি বছর পেইচিংয়ে অনুষ্ঠিত দুই অধিবেশনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে 'সার্বিকভাবে সংস্কার গভীরতর করা' হলো একটি মহান অর্থনৈতিক বিপ্লব এবং 'চার মূল লক্ষ্য' ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
তিনি আরো বলেন, ২০১৪ সাল ছিল চীনের সার্বিক সংস্কার গভীরতর করার সূচনা বছর। বিভিন্ন ক্ষেত্রের নির্মাণে চীন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৫ সাল হচ্ছে সার্বিক সংস্কার গভীরতর করার গুরুত্বপূর্ণ বছর। তিনি চীনের সাফল্যও প্রত্যাশা করেন। (প্রেমা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক