
চীনে বিভিন্ন জাতির মধ্যে আদান-প্রদান ও মেলামেশা বাড়ানো হবে: জু ওয়েইছুন

তিনি বলেন, চীনের জাতীয় নীতি সামগ্রিকভাবে সঠিক ও ফলপ্রসূ। এ নীতির ওপর ভিত্তি করেই ভবিষ্যতে দেশের বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি জোরদার করার মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করা হবে।
তিনি আরো বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হবার পর চীনের বিভিন্ন অঞ্চলের মধ্যে আদান-প্রদান ও যোগাযোগ আগের যে-কোনো সময়ের তুলনায় বেড়েছে। বিভিন্ন জাতির মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক অভিজ্ঞতা থেকে সার্বিকভাবে লাভবান হওয়া।
উল্লেখ্য, চীনের জাতীয় নীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: জাতীয় সমতা, জাতীয় সংহতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন, সংখ্যালঘু জাতিগুলোর অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর করা, জীবিকার উন্নতি, সংখ্যালঘু জাতির সংস্কৃতি রক্ষা ও উন্নয়ন ইত্যাদি। (প্রেমা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
