'এক অঞ্চল এক পথ' কৌশল সিন চিয়াংয় প্রদেশে বাস্তবায়ন শুরু
মার্চ ১১ : 'এক অঞ্চল এক পথ' কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ধারাবাহিক পরিকল্পনা প্রণয়ন করেছে।
পেইচিংয়ে চলমান দ্বাদশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি'র তৃতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কমিউনিস্ট পার্টির সম্পাদক চাং ছুন সিয়েন সম্প্রতি একথা জানান।
চাং ছুন সিয়েন বলেন, 'এক অঞ্চল এক পথ' কৌশল হলো চীনের একটি গুরুত্বপূর্ণ নীতি। এই নীতি সিন চিয়াংয়ে চালু করা শুরু হয়েছে। ভবিষ্যতে সিন চিয়াং সেতুমুখের ভূমিকা পালন করতে পারবে। কারণ সিন চিয়াং চীনের বিভিন্ন জায়গার সঙ্গে সংযোগ করা ছাড়াও, গোটা মধ্য এশিয়া ও ইউরোপকে সংযোগ করতে সক্ষম।
তিনি আরো বলেন, আমরা 'এক অঞ্চল এক পথ' কৌশলের মাধ্যমে একটি ধারাবাহিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি। এই পরিকল্পনায় পরিবহনের অবকাঠামোর নিশ্চয়তা, আর্থ-বাণিজ্যের যোগাযোগ ও সাংস্কৃতিক যোগাযোগসহ 'পাঁচটি কেন্দ্রের' নির্মাণ কাজ অন্তর্ভূক্ত রয়েছে।
(লিলি/মান্না)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক