তিব্বতিদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে: গণমাধ্যমকে জ্যেষ্ঠ সন্ন্যাসী
মার্চ ১০: তিব্বতের জ্যেষ্ঠ সন্ন্যাসী পুবুসিরেন বলেছেন, চীনের এই বিশেষ অঞ্চলটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এবং তিব্বতিদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি গতকাল (সোমবার) দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি জানান, চীনে প্রচলিত ধর্ম-সম্পর্কিত নীতিমালা তিব্বতেও কার্যকর আছে। এখানে সবাই নিজ নিজ ধর্ম অবাধে পালন করতে পারেন।
সন্ন্যাসী পুবুসিরেন বলেন, চীনের সরকার তিব্বতের ধর্মীয় সংস্কৃতি রক্ষায়, মন্দির মেরামতে এবং ঐতিহাসিক পুরাকীর্তি সংরক্ষণে প্রচুর অর্থ ব্যয় করেছে। তিব্বতের সন্ন্যাসীদের জন্য স্বাস্থ্যবিমা ও বার্ধক্য বীমা চালু করা হয়েছে বলেও তিনি জানান। (প্রেমা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক