0310minyue
|
উত্তর চীনে মার্চ মাসে বসন্তকালের আমেজ বাতাসে পাওয়া যায়। এখনকার আবহাওয়া কিছু দিন গরম থাকে আবার ঠাণ্ডা হয়ে পড়ে। তাই আমার দাদি প্রায় এক কথা বলেন, 'ছুন ও ছিউ তুং' অর্থাত বসন্তকাল আসলেও তাড়াতাড়ি পাতলা কাপড় পরেন না, আরো কিছু দিন গরম কাপড় পড়তে হয়, কারণ ঠাণ্ডার দিন আবার ফিরে আসে। প্রথমে শুনুন একটি গান 'ছুন ফেং' অর্থাত বসন্তের বাতাস। (রি ১)
সময় আরো সামনে আগালে মে এবং জুন মাসে সবচেয়ে ভাল সময়। বিভিন্ন ফুল ফুটে এবং বাতাসের মধ্যে এক ধরনের উষ্ম ও প্রীতিকর ফুলের সুগন্ধ পাওয়া যায়। এ ফুলের সুগন্ধের সঙ্গে সঙ্গে চলে আসে কিছু মধুর স্মৃতি। শুনুন 'লিউ ইয়ুয়ে ছিং শিয়াং' সুরটি। (রি ২)
কু জেং এমন একটি বাদ্যযন্ত্র যার মাধ্যমে খুব নরম অনুভূতি প্রকাশ করা যায় আবার খুব দ্রুত লয়ে তুমুল যুদ্ধের বর্ণনাও করা যায। শুনুন, কু জেং দিয়ে বাজানো একটি নরম সুর 'নুই আর ছিং'। (রি ৩)
চাঁদের আলোয় সব কিছু যেন বিশুদ্ধ হয়ে যায়। শুনুন সুর 'সি শিয়াং জি'। (রি ৪)
নিজ দেশের দৃশ্য সব সময় মনে থাকে, সারা পৃথিবী ঘুরে বেড়াতে গেলেও ভুলে যাবে না। শুনুন 'কু শিয়াং ত্য ইউয়ান ফেং চিং'। (রি ৫)
অবশেষে শুনুন 'সুই উ হেন' সুরটি। (রি ৬)