'এক অঞ্চল এক পথ' কৌশল তিব্বতে উন্মুক্তকরণ সম্প্রসারণে ঐতিহাসিক সুযোগ বয়ে এনেছে
মার্চ ১০ : দেশের 'এক অঞ্চল এক পথ' কৌশল তিব্বতে উন্মুক্তকরণ সম্প্রসারণের জন্য দুর্লভ ঐতিহাসিক সুযোগ-সুবিধা বয়ে এনেছে।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান লোংসাং জ্যামচান গতকাল (সোমবার) পেইচিংয়ে একথা বলেন।
তিনি বলেন, তিব্বত হলো চীনের দক্ষিণ এশিয়ামুখী সংযোগস্থল। দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের চাহিদা আরো সম্প্রসারিত হতে যাচ্ছে। সার্বিকভাবে বৈদেশিক উন্মুক্তকরণ প্রক্রিয়া বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়ামুখী আন্তর্জাতিক পথ সৃষ্টি করা হলে তিব্বতে নতুন দফার বিশ্বায়নের কৌশলত কাজের সফলতা অনিবার্যভাবে লাভ করা সম্ভব হবে।
তিব্বতের এই পথ বিশ্বায়নের কৌশলত ধারাকে বৈচিত্র্যময় করবে এবং পূর্ণাঙ্গ করে তুলতে সক্ষম হবে। তাই 'এক অঞ্চল এক পথ' কে এ কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে নির্ধারণ করা যায়। আমরা এখন এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলেও মন্তব্য করেন তিনি। (লিলি/মান্না)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক