Web bengali.cri.cn   
চীনের সন্ত্রাস দমন আইনের পর্যালোচনা সময়মতো প্রদান করা হবে:এনপিসির ফৌজদারি দপ্তরের পরিচালক
  2015-03-09 19:38:38  cri
মার্চ ৯: চীনের জাতীয় গণ কংগ্রেস বা এনপিসির স্থায়ী কমিটির আইন বিষয়ক কমিশনের ফৌজদারি দপ্তরের পরিচালক ওয়াং আইলি আজ (সোমবার) পেইচিংয়ে সংবাদদাতার প্রশ্নের জবাবে বলেন, সন্ত্রাস দমন খসড়া প্রস্তাব সম্পর্কে চলতি বছর এনপিসির স্থায়ী কমিটির আইন প্রণয়ন পরিকল্পনার পর্যালোচনা সময়মতো এনপিসির স্থায়ী কমিটির কাছে প্রদান করা হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাস দমন আইনটি চীনের সন্ত্রাস দমন যুদ্ধের চাহিদা এবং আন্তর্জাতিক সন্ত্রাস দমন পরিস্থিতিতে নতুন সমস্যা অনুযায়ী চীনের সন্ত্রাস দমন কাজের বাস্তবতা সংযুক্ত করে প্রণয়ন করা হবে।

সন্ত্রাস দমন আইনের পর্যালোচনা প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সন্ত্রাস দমন খসড়া প্রস্তাবটি ২০১৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো তা আবার পর্যালোচনা করা হয়েছে। আইন অনুযায়ী, সাধারণত তিনবারের মতো পর্যালোচনা করার পর আনুষ্ঠানিকভাবে চীনের আইন জারি ও চালু করা হয়। (প্রেমা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040