Web bengali.cri.cn   
চীনের অর্থনৈতিক অগ্রগতি ও দুর্নীতিদমন কার্যক্রমের প্রশংসা করলেন পাক বিশেষজ্ঞ
  2015-03-09 18:45:59  cri
মার্চ ৯: চীনের অর্থনৈতিক অগ্রগতি এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের চীন-বিষয়ক বিশেষজ্ঞ ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, গেল বছর চীন অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয় এবং এসময় দেশটির জনগণের জীবনমান তুলনামূলকভাবে উন্নত হয়েছে। চলতি বছর চীনের ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ঘোষিত লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির আলোকে এ লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত এবং চীনের অর্থনীতি রূপান্তরের প্রক্রিয়ার সাথে সংগতিপূর্ণ।

তিনি দুর্নীতির বিরুদ্ধে চীনা সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, চীন সরকারের গভীর, ধারাবাহিক ও অত্যন্ত কার্যক্ষম দুর্নীতিদমনব্যবস্থা চীনা সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। চীনা সরকারের দুর্নীতিদমন কার্যক্রম জনগণের বিপুল সমর্থন পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে চলতি বছর ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন এবং দুর্নীতিদমন ব্যবস্থা আরো জোরদার ও কার্যকর করার কথা বলেন। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040