চীন সরকারের দুর্নীতিদমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়া ও কাজাখস্তানের দুই সাংবাদিক
মার্চ ৮: চীন সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন রুশ সাংবাদিক আন্দ্রেই কিরিলভ এবং কাখাস্তানের সাংবাদিক সাদিক আকিজানভ।
রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থার চীনে নিযুক্ত প্রধান সংবাদদাতা কিরিলভ জানান, তিনি ও তার সহকর্মী চীনের দুর্নীতিদমন অভিযানের ওপর সর্বদা নজর রেখে চলেছেন। দুর্নীতি দমনের ব্যাপারে চীনের অভিজ্ঞতা থেকে রাশিয়া লাভবান হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, চীনে কাজাখস্তানের আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রধান সংবাদদাতা সাদিক আকিজানভ মনে করেন, চলমান দুর্নীতিদমন অভিযান অব্যাহতভাবে চলবে। তিনি এ অভিযানের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম যে কোনো সচেতন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করবে।
উল্লেখ্য, চীনে গত দু'বছর ধরেই দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে সরকার। সম্প্রতি দ্বাদশ জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দুর্নীতি দমনকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেন। (প্রেমা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক