Web bengali.cri.cn   
রেজওয়ানা চৌধুরী বন্যার গান
  2015-03-07 19:26:19  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। শুরুতেই সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এখন শুনবেন 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের সবার প্রিয় মুক্তা।

আজকের অনুষ্ঠানে আপনাদেরকে অব্যাহতভাবে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান শোনাবো। তবে তার আগে এই শিল্পীর কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো, কেমন?

তিনি প্রাথমিক অবস্থায় বাংলাদেশের ছায়ানট ও পরে ভারতের বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।তিনি সেখানে শিক্ষক হিসেবে পান শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো শিক্ষকদের। তিনি বাংলাদেশে ফিরে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন এবং বুলবুল ললিতকলা একাডেমীতে ভর্তি হন। কিন্তু ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তিনি তাঁর অধ্যয়ন সংক্ষিপ্ত করতে বাধ্য হন। তিনি রবীন্দ্র সংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপরও শিক্ষা লাভ করেছেন। তাঁর গানের অ্যালবাম পশ্চিম বাংলা ও বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। তিনি সুরের ধারা নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। ২০০২ খ্রিস্টাব্দে তিনি আনন্দ সংগীত পুরস্কার লাভ করেন। রেজওয়ানা চৌধুরী বন্যা হারমোনিয়াম ও এস্রাজ বাজাতে পারেন।

শিক্ষাগ্রহন সম্পন্ন হবার পর থেকেই তিনি তার সংগীতের প্রদর্শন, নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলোও গাইবার আগ্রহের কারণে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসাবে বিবেচিত হয়ে আসছেন । তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতে, তার বহুসংখ্যক এ্যালবাম প্রকাশিত হয়েছে । ঢাকায় সুরের ধারা নামে একটি সংগীতশিক্ষা স্কুলও তিনি প্রতিষ্ঠা করেছেন । ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী (নারী) হিসাবে প্রথম আনন্দ সংগীত পুরস্কারে ভূষিত হন, যা পরের বছরও লাভ করেন ।

আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসাথে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শুনবো।

......

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আপনারা শুনছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান।

.....

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। এখন আমি আপনাদেরকে বাংলাদেশের বিখ্যাত্ শিল্পী জেমসের কন্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি মুক্তা। চাই চিয়েন। (মুক্তা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040