Web bengali.cri.cn   
রম্যান্টিক প্রেমের গান
  2015-03-14 16:20:45  cri

 


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারায়' আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে রম্যান্টিক প্রেমের গান শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন "রসবোধ" শীর্ষক একটি গান। গানটি গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ফান সিয়াও সুয়ান। হ্যাঁ, রসবোধ খুব গুরুত্বপূর্ণ একটি মানবীয় গুণ। যে মানুষের রসবোধ আছে, তার সঙ্গ আমাদের ভালো লাগে। এ ধরনের মানুষের সাহচর্যে জীবন সহজতর হয়ে ওঠে। আচ্ছা, তাহলে শুনুন গানটি।

প্রিয় শ্রোতা, এখন শুনুন 'গোলকধাঁধা' শীর্ষক একটি গান। প্রেমের পথে চলতে গিয়ে, প্রিয় মানুষের বিরাগভাজন হলে খুব অসহায় লাগে, তাই না? তখন আমরা বিভিন্নভাবে বা বিভিন্ন উপায় অবলম্বন করে প্রিয় মানুষটার মান ভাঙানোর চেষ্টা করি। কিন্তু যখন কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠে না, তখন মনে হয় যেন এমন এক গোলকধাঁধায় আটকা পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যা, এই গানটিতে এমন একটা বক্তব্যই রাখার চেষ্টা করা হয়েছে। তবে, গানটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনুন গানটি। এটি গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ওয়াং রো লিন।

প্রিয় শ্রোতা, এখন শুনুন চীনের কন্ঠশিল্পী লি রুং হাও-এর গাওয়া একটি মধুর গান, গানের নাম "দুই জন"।

আপনারা কি ফুলের সাগর দেখেছেন কখনো? বিশাল এলাকাজুড়ে খালি ফুল আর ফুল! যে দিকে চোখ যায়, শুধুই বিচিত্র বর্ণের নানান ধরনের ফুল!! এমন এটি দৃশ্য কল্পনা করতেও ভালো লাগে, তাই না? তো, কল্পনা যখন করবেন, কল্পনার পাখাকে আরেকটু না-হয় বিস্তৃত করলেন! ভাবুন, আপনার সামনে সত্যি সত্যিই ফুলের সাগর। সেই সাগরে পানির পরিবর্তনে আছে শুধু ফুল আর ফুল; নানা রঙের, নানা ধরনের। কেমন বোধ করছেন? এ এক চমত্কার রোমান্টিক অনুভূতি, তাই না? মাঝে মাঝে চোখ বন্ধ করে মনের নৌকায় পাল তুলে ফুলের সাগরে ভেসে বেড়াতে পারেন। তবে, এখন তো আমরা গান শুনছি! তাই আপাতত সুরের ধারাতেই থাকি। হ্যা, ঠিকই ধরেছেন। এবার যে গানটি শুনবো সেটির নাম 'ফুলের সাগর'। গানটি একটি কোরিয় ভাষার গান।

প্রিয় শ্রোতা, চীনের অনেক চলচ্চিত্রেই একটি কমন দৃশ্য দেখা যায়। দৃশ্যটি হচ্ছে: ছেলে সাইকেল চালাচ্ছে বিদ্যালয়ের ছায়াঢাকা গ্রীষ্মের পথে; পেছনে বিপুল আবেগ নিয়ে বসে আছে সুন্দর একটি মেয়ে। হ্যাঁ, দৃশ্যটি নিশ্চয়ই আর ব্যাখ্যা করার দরকার নেই। বড়ই রোমান্টিক সে দৃশ্য! এ যেন সাইকেলে চড়ে খোদ প্রেমের পথচলা!! আসুন আমরা এখন এমন একটি গান শুনবো যার শিরোনাম "আমাদের যৌবন"; গেয়েছেন কন্ঠিশিল্পী ওয়াং ফেই।

প্রিয় শ্রোতা, মনে পড়ে কি স্কুলের সেই সব মিষ্টি স্মৃতির কথা? সংগোপনে যেই মেয়েটিকে ভালোবাসতেন, লুকিয়ে লুকিয়ে সূর্যালোকে যার মিষ্টি হাসি দেখতেন—মনে আছে কি তার কথা? অথবা সেই মেয়েটির কথা, অতি গোপনে, দুরু দুরু বক্ষে যে কিশোরীর হাত ধরেছিলেন? মনে আছে কি সেসব কথা?? হ্যাঁ, এ বয়সে কতো পাগলামীইনা মানুষ করে থাকে! হ্যা, মেয়েরাও এমন পাগলামী করে বৈকি। তবে সাধারণত ছেলেরাই পছন্দের মানুষটির জন্য বেশি বেশি পাগলামী করে। আপনারা কী বলেন? আমি ঠিক বলেছি কি? ঠিক আছে। এই বিতর্ক থাক। চলুন আমরা বরং 'যৌবন' শীর্ষক একটি গান শুনি। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী হান হুং।

প্রিয় মানুষের সঙ্গে অনেক মিষ্টি, সুখের এবং মনমুগ্ধকর মূহূর্ত আছে, তাই না? এ মুহূর্তগুলো সত্যিই মূল্যবান। আসুন এখন শুনি "সুখ" নামের একটি গান। গেয়েছে কন্ঠশিল্পী ওয়াং ওয়ান জি।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান। গানটিও সুখসম্পর্কিত। যখন সুখ আসে, তখন তাকে আঁকড়ে ধরা উচিত। তা না-হলে, সুখ চলে যাবে তার আপন পথে। মোটামুটি এই হচ্ছে গানের বক্তব্য। চলুন গানটি শুনি।

(শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040