'থিয়েন কুং-২' স্পেস ল্যাবের জিনিস সরবরাহে 'থিয়েন চৌ-১' নভোযান উতক্ষেপণ করবে চীন
মার্চ ৬: চীনের মানববাহী মহাশূন্য অন্বেষণ প্রকল্পের মহাপরিচালক চৌ চিয়েন পিং আজ (শুক্রবার) জানান, ২০১৬ সালে 'থিয়েন কুং-২' স্পেস ল্যাব মহাশূন্যে পাঠানোর পর তার নিজস্ব জিনিসগুলো সরবরাহের জন্য 'থিয়েন চৌ-১' নভোযান উতক্ষেপণ করা হবে। দ্বাদশ জাতীয় পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে নভোযানের গবেষণা কাজ সুষ্ঠুভাবে চলছে। চীনের প্রথম 'ডিজিটাল' রকেট-মাঝারি পরিবহন রকেট 'লংমার্চ-৭' এবারের 'থিয়েন চৌ' নভোযানকে বহন করে মহাশূন্যে যাবে। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক