বিশ বছরের মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশ থাকার সম্ভাবনা
মার্চ ৬: চীনের বিখ্যাত অর্থনীতিবিদ লিন ই ফু বিশ বছরের মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশে বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। আজ (শুক্রবার) চীনের দ্বাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন।
গত বছর চীনের প্রবৃদ্ধি হার ছিল ৭.৪ শতাংশ। চলতি বছর ৭ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তা নিয়ে লিন ই ফু বলেন, আগামী বিশ বছরের মধ্যে চীনের প্রবৃদ্ধি হার ৮ শতাংশে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর গঠনমূলক সম্পূর্ণকরণের পর পাঁচ ক্ষেত্রে চীনের উন্নয়নের সুযোগ রয়েছে। যেমন, ইলেকট্রনিক পণ্যদ্রব্যের উত্পাদন, ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, নতুন জ্বালানি সম্পদ এবং 'এক অঞ্চল এক পথ' প্রকল্পে সৃষ্টি নতুন বাজার ও চাহিদা। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক