Web bengali.cri.cn   
দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের উদ্বোধনী দিনে সরকারের কর্ম প্রতিবেদন প্রকাশিত
  2015-03-05 16:47:46  cri

মার্চ ৫ : চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে মহগণভবনে উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩ হাজার প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

অধিবেশনের কার্যতালিকা অনুযায়ী চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং রাষ্ট্রীয় পরিষদের প্রতিনিধিত্ব করে সরকারের কর্ম প্রতিবেদন প্রকাশ করেন।

প্রকাশিত প্রতিবেদনএ মোট ছয়টি অংশ রয়েছে। ২০১৪ সালে কর্মের পর্যালোচনা; ২০১৫ সালে সরকারের কাজের বিন্যাস; সংস্কার ও উন্মুক্তকরণকে সম্প্রসারণ করা; অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি ও কাঠামোর সুসংহত সমন্বিতভাবে উন্নয়ন করা; অব্যাহতভাবে জনগণের জীবনযাপনের মানের উন্নয়ন ও সমাজের নির্মাণ উন্নয়ন করা এবং সরকারের নিজের উন্নয়ন কার্যকরভাবে জোরদার করা।

চলতি বছর সরকারী এই কর্ম প্রতিবেদনে মোট ১৮ হাজার অক্ষর আছে। সার্বিক এবং বাস্তবভিত্তিকভাবে ২০১৫ সালে চীন সরকারের কাজের রোডম্যাপ বর্ণনা করেছে এ প্রতিবেদনে। প্রথমত: প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির মধ্য ও দ্রুত গতির উন্নয়ন এবং মধ্য ও উচ্চমানের অর্থনীতি বজায় রাখা হবে।

দ্বিতীয়ত: সংস্কার ও উন্মুক্তকরণ প্রসঙ্গে প্রতিবেদনে হয়েছে, চলতি বছর কিছু প্রশাসনিক ব্যাপারে যাচাই-বাছাইয়ের ব্যবস্থা বাতিল করা হবে। দেশব্যাপী সামাজিক ক্রেডিট কোড ব্যবস্থা ও ক্রেডিট তথ্য ভাগাভাগির মঞ্চ স্থাপন করা হবে।

তৃতীয়ত: প্রবৃদ্ধি স্থিতিশীল করা এবং কাঠামো সুসংহত করার ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিক উদ্ভাবন উন্নয়ন করতে হবে। নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প শুরু করতে হবে।

চতুর্থত: জনগণের জীবনযাপনের মান ও সামাজিক ক্ষেত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্মসংস্থানের নির্দেশ দেয়া এবং নতুন ব্যবসায়ীদের প্রশিক্ষণ জোরদার করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীর কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

পঞ্চমত: সরকারের নির্মাণ ক্ষেত্র প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সার্বিকভাবে সরকারের কাজকে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে। দুর্নীতিকে কঠোরভাবে দমন করতে হবে।

ষষ্ঠত: জাতি, ধর্ম ও প্রবাসী চীনাদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘু জাতি এলাকার স্বায়ত্তশাসিত ব্যবস্থা সুসংহত করতে হবে। অনুন্নত সংখ্যালঘু জাতি এলাকায় আরো বেশি সমর্থন দিতে হবে।

সপ্তমত: প্রতিরক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও হাই-টেক অস্ত্রের গবেষণা ও উত্পাদন জোরদার করতে হবে। প্রতিরক্ষা বিজ্ঞান শিল্পের উন্নয়ন করতে হবে।

অষ্টমত: মূল ভূভাগ ও হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সম্পর্কের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ও সরকারের আইনানুসারে প্রশাসনের সমর্থন দিতে হবে। অর্থনীতি ও জনগণের জীপনযাপনের মান উন্নয়ন করতে হবে।

নবমত: কূটনীতি ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা রক্ষা করতে হবে। বিদেশে চীনা নাগরিকদের বৈধ স্বার্থ রক্ষা করতে হবে।

অধিবেশনের কার্যতালিকা অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের ২০১৪ সালের অর্থনীতি ও সমাজের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন, ২০১৫ সালে দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রতিবেদন, ২০১৫ সালের খসড়া পরিকল্পনা, ২০১৪ সালের কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের বাজেটের বাস্তবায়ন এবং ২০১৫ সালের কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের বাজেটের খসড়া প্রতিবেদন যাচাই করা হবে। তাছাড়াও ২০১৫ সালের দেশের বাজেটের খসড়া প্রতিবেদন যাচাই করা হবে। (শুয়েই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040