Web bengali.cri.cn   
প্রেম কি শিরোনামে সিরিয়ালের গানগুলো
  2015-03-05 11:34:13  cri


চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবি।

আজকের এ অনুষ্ঠানে চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কেমন?

বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক আজকের গানগুলো।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন তার শিরোনাম 'প্রেম কি?'। এ গানটি বর্তমান চীনের খুব জনপ্রিয় সিরিয়াল 'How silent farewell music' থেকে নেয়া।

এই সিরিয়ালের প্রধান নারী চরিত্রের নাম চাও মো শেং। চাও মো শেং যখন বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে, তখন সে একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শ্রেষ্ঠ ছাত্র হো ই ছেনের প্রেমে পড়ে। চাও মো শেং একজন সহজ সরল মেয়ে। সে ভদ্রভাবে সব সময় হো ই ছেনের আশপাশ দিয়ে চলাচল করে।

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম হলো 'দীর্ঘদিন দেখা হয় নি'।

চাও মো শেং রুচিসস্মতভাবে প্রেম প্রকাশ করলে, হো ই ছেনকে তা আকর্ষণ করে। তারা দু'জনই একে অপরের প্রেমে পড়ে যায়।

প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনছেন 'My Sunshine শিরোনামের গানটি।

এ দিকে হো ই ছেন যে পরিবারে থাকে সেখানে তার একটি বোন আছে। তার নাম হো ই মেই। হো ই মেই আবার হো ই ছেনকে খুব পছন্দ করে এবং একদিন তাকে প্রেম নিবেদন করে। চাও মো শেং ও হো ই ছেনের প্রেমের কথা শুনেও হো ই মেই সরে দাড়ায় না। বরং সে চাও মো শেংয়ের কাছে গিয়ে চ্যালেঞ্জ করে আসে।

প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনছেন The Road Not Takenশিরোনামের একটি চমতকার গান।

একদিন হো ই মেই গিয়ে চাও মো শেংকে বলে যে, তার বড় ভাই হো ই ছেন তাকে ভালোবাসে, শেংকে সে ভালোবাসে না। চাও মো শেং এই কথা শুনে খুবই দুঃখ পায়। সে এই খবরের সত্যতা প্রমাণ করতে ছেনের কাছে ছুটে যায়। কিন্তু হো ই ছেন এ বিষয়ে কোনো কিছুই বলে না। তাতে মো শেং এতো মন খারাপ করে যে, সে তার বাবার সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এ যেন এক ধরনের পালিয়ে বাঁচা।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো 'তোমার সঙ্গে দেখা করার সময় আকাশের সব তারা যেন আমার ওপর ঝরে পড়ে' শিরোনামের একটি রোমান্টিক গান।

সাত বছর পর একজন বিখ্যাত ক্যামেরাম্যান হিসেবে চাও মো শেং আবার স্বদেশে ফিরে আসে। আবার সেই আগের প্রেমিকের সঙ্গে দেখা হয় তার। এত বছর পর দু'জনের মধ্যে প্রেম আর থাকে কি?

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো 'ভীরু আলো' শিরোনামের একটি গান।

আসলে চাও মো শেং কখনও হো ই ছেনকে ভুলতে পারেনি। এতদিন পরে আবার ভালোবাসার মানুষকে দেখে সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এতো দিনে দু'জনের মধ্যে অনেক ব্যবধান তৈরি হয়েছে।

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তার শিরোনাম হলো 'একাকিত্বের সংকলন'।

চাও মো শেং'এর সাবেক স্বামী আছে। সে এখনো তাকে খুব পছন্দ করে। ই ছেনের সেই বোনটিও তাকে খুব ভালোবাসে। তারপর আছে দু'পরিবারের বাবাদের অর্থনৈতিক সংকট। এতো সমস্যার মধ্যে চাও মো শেং ও হো ই ছেন কি করবে? তারা কি প্রেম ভুলে যাবে? না কি নানা বাধা দূর করে প্রেমে অবিচল থাকবে?

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো ..................... ।

এবার তাহলে বিদায়ের পালা। আগামীতে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040