Web bengali.cri.cn   
চলতি বছর চীনের প্রতিরক্ষা বাজেট ১০ শতাংশ বাড়বে: মুখপাত্র
  2015-03-04 18:23:27  cri
মার্চ ৪: চলতি ২০১৫ সালে চীনের প্রতিরক্ষা বাজেট প্রায় ১০ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির দ্বাদশ জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-র তৃতীয় অধিবেশনের মুখপাত্র ফু ইং। অধিবেশন শুরুর ঠিক একদিন আগে, আজ (বুধবার) পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) বাজেট প্রতিবেদনে এ ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।

মুখপাত্র বলেন, চীন বড় দেশ। এর বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য শক্তিশালী সশস্ত্রবাহিনী প্রয়োজন। আর এর জন্য বর্ধিত বাজেট রাখা আবশ্যক।

তিনি আরো বলেন, আধুনিক চীনের জন্য আধুনিক প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। দেশের প্রতিরক্ষা-ব্যবস্থার আধুনিকায়নের পথকে 'অনেক জটিল' আখ্যায়িত করে তিনি বলেন, অধিকাংশ সামরিক সাজ-সরঞ্জাম ও সামরিক গবেষণাকাজের জন্য চীনকে নিজের ক্ষমতার ওপর নির্ভর করতে হয়।

চীনের প্রতিরক্ষানীতিকে 'আত্মরক্ষামূলক' দাবি করে মুখপাত্র জানান, চীন বরাবরের মতো ভবিষ্যতেও শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলবে। উল্লেখ্য, ২০১৪ সালে চীনের প্রতিরক্ষা বাজেট আগের বছরের চেয়ে ১২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। (সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040