
চীনের সন্ত্রাস দমন আইন ইন্টারনেট ব্যবসায়ীদের বৈধ অধিকার ক্ষতি করবে না:জাতীয় গণকংগ্রেসের মুখপাত্র

মার্চ ৪: চীনের সন্ত্রাস দমন আইনের খসড়া অনুযায়ী,সন্ত্রাসী তত্পরতা প্রতিরোধ ও তদন্তের জন্য টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ইন্টারফেস ব্যবহারের প্রশ্ন নিয়ে সম্প্রতি যে উদ্বেগের কথা উঠেছে, তা নিয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (বুধবার) বলেন, এ পদ্ধতি প্রশাসনের আইনের সঙ্গে সংগতিপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত,এতে ইন্টারনেট ব্যবসায়ীদের বৈধ অধিকারের কোনো ক্ষতি হবে না।
তিনি বলেন, এ খসড়া আইন নিয়ে আলোচনা করার সময় বিভিন্ন সদস্যরাও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। আলোচনার মাধ্যমে তাকে আরো সম্পূর্ণ করে তোলা হয়েছে। এ ব্যবস্থা কঠোর নির্দিষ্ট শর্তে প্রয়োগ করা যায়, শুধুমাত্র নিরাপত্তা বিভাগ এ ব্যবস্থা ব্যবহার করতে পারে এবং কঠোর অনুমোদন প্রক্রিয়ার পরই তা ব্যবহার করা যায়।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক সহযোগিতার লক্ষে চীন অন্য দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও সহযোগিতা চালাতে চায়। আলোচনার ভিত্তিতে সব দেশের মধ্যে একটি প্রচলিত সাধারণ ইন্টারনেট ব্যবস্থাপনার নিয়মকানুন তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় বলেও তিনি উল্লেখ করেন। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
