Web bengali.cri.cn   
চীনের আশা তাদের উন্নয়নে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র
  2015-03-04 16:00:01  cri

মার্চ ৪ : চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের মুখপাত্র ফু ইং আজ (বুধবার) বলেছেন, চীনের নেতারা 'এক অঞ্চল, এক সড়ক'এর কৌশল উত্থাপন করেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের উন্নয়নের সুযোগ-সুবিধা ভাগাভাগি করা এবং পুরো অঞ্চলের উন্নয়ন দ্রুততর করাই এই কৌশল উত্থাপনের চূড়ান্ত লক্ষ্য। এতে করে সংশ্লিষ্ট দেশগুলো এ কৌশলে ইচ্ছাকৃতভাবে অংশ নিতে পারবে এবং লাভবান হবে।

ফু ইং বলেন, চীন আশা করে 'এক অঞ্চল, এক সড়ক'এর নির্মাণ কাজ স্থিতিশীলভাবে এগিয়ে যাবে। যাতে পুরো অঞ্চলের জন্য আরো বেশি ও ভালো সুযোগ সৃষ্টি করা যায়।

তিনি আরো বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে অবকাঠামোর ক্ষেত্রে চীনের অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। এখন 'এক অঞ্চল, এক সড়ক' এর এই কৌশল বাস্তবায়নের শর্তগুলো পরিপূর্ণতা লাভ করেছে। (শুয়েই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040