Web bengali.cri.cn   
১২ থেকে ১৬ জুন চীনের খুনমিংয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপো
  2015-03-02 19:39:51  cri

মার্চ ২: তৃতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ২৩তম খুনমিং আমদানি-রপ্তানি পণ্য মেলা চলতি বছরের ১২ থেকে ১৬ জুন ইউননান প্রদেশের খুনমিংয়ের তিয়াছি ইন্টারন্যাশনাল কনভেনশান অ্যান্ড এক্‌জিবিশান সেন্টারে অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) পেইচিংয়ের একটি হোটেলে আয়োজিত এক প্রমোশন মিটিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে আরো জানানো হয়, এবার চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর থিম কান্ট্রি হবে ভারত। এ ছাড়া, দশম চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের চেয়ার কান্ট্রির দায়িত্বও পালন করবে দেশটি।

মিটিংয়ের শুরুতেই চীনের ইউননান প্রদেশ ও চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী, উপ-বাণিজ্যমন্ত্রী, ইউননানের গভর্নর এবং চীনের কমিউনিস্ট পার্টির ইউননান প্রদেশের সাধারণ সম্পাদক বক্তৃতা করেন। মিটিংয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইসরাইলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা তাদের শুভেচ্ছাবক্তব্যে আসন্ন চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ২০১৩ সালের ৬ থেকে ১০ জুন এবং দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ২০১৪ সালের ৬ থেকে ১০ জুন ইউননানের খুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040