Web bengali.cri.cn   
মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত
  2015-03-02 19:19:23  cri
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা-২০১৫’র খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষ মন্ত্রিপরিষদ সচিব মুশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের জানান, প্রকল্প এলাকার বাসিন্দাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে এ তহবিল গঠন করা হবে। ২০৩০ সাল নাগাদ ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে যার ৫০ ভাগই হবে কয়লাভিত্তিক। গ্রাহকের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুতে ৩ পয়সা করে ট্যারিফ কাটা হবে, যা দিয়ে গঠন করা হবে উন্নয়ন তহবিল। এছাড়া ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইনের খসড়ায় নীতিগত এবং কর্মাচারী আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040