Web bengali.cri.cn   
আইন অনুযায়ী গণভোটের লক্ষ্য বাস্তবায়নে হংকংকে সমর্থন করে চীন
  2015-03-02 18:52:57  cri
মার্চ ২: আইন অনুযায়ী ক্রমাগতভাবে গণতন্ত্র উন্নয়ন করে অবশেষে গণভোটের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়ন করতে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলকে সমর্থন করে আসছে চীনের কেন্দ্রীয় সরকার। হংকংয়ের রাজনৈতিক সংস্কারের উন্নয়ন ইস্যু প্রসঙ্গে চীনের কেন্দ্রীয় সরকারের অবস্থান বরাবরই স্পষ্ট।

চীনের দ্বাদশ গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের তৃতীয় অধিবেশনের মুখপাত্র লুই শিন হুয়া আজ (সোমবার) পেইচিংয়ে গণ মহাভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে হংকংয়ের প্রশাসক নির্বাচনের ব্যবস্থাকে হংকং মৌলিক আইন ও জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সংশ্লিষ্ট নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রশাসককে চীন ও হংকংকে ভালোবাসতে হবে।

হংকংয়ের বিভিন্ন মহল হংকং মৌলিক আইন ও চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সংশ্লিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে, আলোচনা করে ২০১৭ সালে গণভোটের মাধ্যমে প্রশাসক নির্বাচন করার লক্ষ্য বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040