Web bengali.cri.cn   
জর্ডান নদীর পশ্চিম তীরে সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল
  2015-03-02 18:49:03  cri
মার্চ ২: জর্ডান নদীর পশ্চিম তীরে গতকাল (রোববার) থেকে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নতুন স্টাফ প্রধান গাদি এসেনকটের নির্দেশে অনুযায়ী এ মহড়া চালু করা হয়েছে বলে এদিন বাহিনীটির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোট ১৩ হাজার রিজার্ভ সেনা এ মহড়ায় অংশ নেয়,তাদের মধ্যে ৩০০০ জনকে জর্ডান নদীর পশ্চিম তীরে পাঠানো হয়েছে এবং অন্য ১০ হাজার সেনা জরুরী প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এবারের এ সামরিক মহড়া চলমান উত্তেজনাময় ফিলিস্তিন-ইসরায়েল সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040