
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার: চীনা মুখপাত্র

মার্চ ২: সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার বলে জানিয়েছেন চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১২তম অধিবেশনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের মুখপাত্র লুই শিন হুয়া।
চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১২তম অধিবেশনের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের প্রেস ব্রিফিং আজ (সোমবার) বিকেলে গণ মহাভবনে অনুষ্ঠিত হয়।
সংবাদদাতাদের প্রশ্নের জবাবে লুই শিন হুয়া বলেন, চীন ইতোমধ্যে দশটিরও বেশি দেশের সঙ্গে সন্ত্রাস দমন সহযোগিতা ব্যবস্থাপনা চালু করেছে। গত বছরে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হয়েছে। পরবর্তী সময়কালে চীন জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, বিশ্ব সন্ত্রাস দমন ফোরাম ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করে আরো বেশি অবদান রাখবে বলে তিনি জানান। (স্বর্ণা/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
