Web bengali.cri.cn   
বাংলাদেশে হরতাল-অবরোধে বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
  2015-03-02 17:18:38  cri
মার্চ ০২ : বাংলাদেশে রোববার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ এক মতবিনিময় সভায় সব মতপার্থক্য ভুলে স্ব স্ব উদ্যোগে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতি ইউজিসি'র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, যখন উচ্চশিক্ষায় সংখ্যাগত বিচারে বিস্তৃতি ও বিপ্লব সাধিত হচ্ছে তখন হরতাল-অবরোধের মতো অসুস্থ রাজনৈতিক কর্মসূচি শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিঘ্নিত করছে।

চলমান নৈরাজ্যকর হরতাল-অবরোধের ফলে বিগত দিনগুলোতে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণের লক্ষ্যে প্রয়োজনে শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও সভায় জানানো হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামসহ দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040