Web bengali.cri.cn   
অভিজিত হত্যাকাণ্ড তদন্তে এফবিআই'এর সাহায্য নেবে বাংলাদেশ সরকার
  2015-03-02 16:55:42  cri
মার্চ ০২ : মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিত রায় হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই'এর সাহায্য নেবে বাংলাদেশ সরকার।

রোববার (০১ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদেশি কূটনীতিকদের এ সম্মতির কথা জানান।

অভিজিত রায় হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে অভিজিতকে টিএসসি এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিজিত হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব ইতিবাচকভাবে নেওয়ার সিদ্ধান্ত কূটনীতিকদের জানানো হয়েছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040