Web bengali.cri.cn   
জাপানের ঔপনিবেশিক শাসন ও আগ্রাসনের ইতিহাস অস্বীকার করা যাবে না: সাবেক প্রধানমন্ত্রী মুরায়ামা
  2015-03-01 17:55:55  cri
মার্চ ১: দক্ষিণ কোরিয়া ও চীনে জাপানের ঔপনিবেশিক শাসন ও আগ্রাসনের ইতিহাস অস্বীকার করা যাবে না। ইতিহাস নিয়ে প্রধানমন্ত্রী আবে যেসব অর্থহীন কথাবার্তা বলছেন, তাতে জাপানের প্রতি বিশ্বের সন্দেহ ও অবিশ্বাস আরো বাড়বে। গতকাল (শনিবার) রাতে জাপানের ওইতা শিতে অনুষ্ঠিত জাপান-চীন বন্ধুত্বপূর্ণ বিনিময় সম্মেলনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামা এ মন্তব্য করেন।

এসময় তিনি তার দায়িত্ব পালনকালে চীন, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি বলেন, এশিয়ার জনগণের আস্থা অর্জন করতে চাইলে জাপানকে ইতিহাস স্বীকার করে নিতে হবে।

তিনি বলেন, 'মুরায়ামা স্বীকারোক্তি'-তে জাপানের 'ঔপনিবেশিক শাসন ও আগ্রাসন-এর ইতিহাস স্বীকার করা হয়েছে। ইতিহাস অস্বীকার করলে, জাপান আন্তর্জাতিক সমাজে নিঃসঙ্গ হয়ে পড়তে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040