Web bengali.cri.cn   

সান অন সানডেই

  2015-03-18 18:16:26  cri

প্রিয় শ্রোতা, আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাবো ব্রিটিশ গায়ক James Blunt -এর গান 'Sun On Sunday'।--3' 18

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন ব্রিটেনের গায়িকা Ellie Goulding -এর গান 'Love Me Like You Do'।–4' 13

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে Sideways Figure Eights গানটি। গেয়েছেন মার্কিন গায়ক tanner patrick।–3'46

বন্ধুরা, আশা করি গানটি ভাল লেগেছে আপনাদের।

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই যে, আপনাদেরকে বিশ্ব সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের প্রত্যাশা।

এবার আমরা ব্রিটিশ গায়ক Ed Sheeran-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'Thinking Out Loud'—4'41

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা মার্কিন গায়ক John Mayer–এর 'Your Body Is A Wonderland' নামের গানটি শুনবো, কেমন?।–6'05

বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন জনপ্রিয় গায়ক Adam Levine-এর গান-- Lost Stars।–4'27

বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন বিখ্যাত গায়িকা Britney Spears –এর Everytime নামের গানটি।–3'50

প্রিয় শ্রোতা, আপনারা হয়তো মার্কিন গায়িকা Ariana Grande--এর নাম শুনে থাকবেন। তাঁর একটি খুবই বিখ্যাত গান রয়েছে। আর এ গানটির নাম হলো My Everything।–2'48

এখন আমি আপনাদেরকে এ গানটি শোনাবো।

আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে তার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ব্রিটেনের বিখ্যাত গায়ক Sam Smith- এর 'Lay Me Down' গানটি শোনাবো। আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–4'13

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040