প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।
প্রিয় বন্ধুরা, ছিংহাই-তিব্বত রেলপথ লাসাকে রিকাজের সাথে যুক্ত করেছে। এ লাইন চালু হবার পর অঞ্চল দুটির মধ্যে পরিবহণ ব্যবস্থা উন্নত হয়েছে। লাইনটি দুটি অঞ্চলের অর্থনীতির জন্যও উপকারী প্রমাণিত হয়েছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে এই রেলপথ সম্পর্কিত সিআরআই'র সাংবাদিকের একটি প্রতিবেদন শোনাবো।
সকাল আটটা। লাসা থেকে রিকাজের উদ্দেশে কে-৯৮২১ ট্রেনটি ছাড়তে তখনও এক ঘন্টা বাকি।
(রে ১)
নারী যাত্রী: আমি আমার স্বজনের সঙ্গে মিলিত হতে এসেছি।
সাংবাদিক: আগে কিভাবে রিকাজে যেতেন?
নারী যাত্রী: গাড়ীতে। অনেক সময় লাগে। গতকাল রাতে আমি রিকাজ থেকে এসেছি। এখন ট্রেনে অনেক সুবিধা, ভাড়াও তুলনামূলকভাবে কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা। আমার স্বামী লাসায় কাজ করেন, সেজন্য আমি নিয়মিত এখানে আসি।
সাংবাদিক: এ ট্রেন তাহলে আপনার সঙ্গে আপনার স্বামীর দূরত্ব কমিয়ে দিয়েছে?
নারী যাত্রী: হ্যা। ট্রেন যোগাযোগ চালু হবার পর আমি ঘন ঘন লাসায় আসতে পারি।
পুরুষ যাত্রী: ট্রেন যোগাযোগ চালু হওয়ায় অনেক সুবিধা হয়েছে। গাড়ীতে রিকাজে যেতে পাক্কা আট ঘন্টা লেগে যায়।
সাংবাদিক: ট্রেনে মাত্র তিন ঘন্টা লাগে। তাহলে আপনার ৫ ঘন্টা বেঁচে যাচ্ছে।
পুরুষ যাত্রী: ঠিকই বলেছেন। সেজন্যই আমি ট্রেনে যাতায়াত করতে পছন্দ করি।
(রে ২)
ঠিক ৯টায় ট্রেনটি যাত্রা শুরু করে। মোটি ২৫৩ কিলোমিটারের যাত্রাপথ। রিকাজে তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। তিব্বতী ভাষায় এর অর্থ 'সমৃদ্ধ ভূমি'। রিকাজে তিব্বতের দ্বিতীয় শহর, যার ৫শ বছরের ইতিহাস রয়েছে। রিকাজে বলা হয় তিব্বতের 'শস্যগোলা' এবং এখানে অনেক দর্শণীয় স্থান ও মন্দির রয়েছে।
(রে ৩)
ট্রেনে ভ্রমণরত ইউনান প্রদেশের তিব্বতী জাতি অঞ্চল শাংগ্রি-লা (SHANGRI-LA) জেলার নিসি থানার থাংতুই গ্রামের কয়েকজন বাসিন্দা আছেন। তারা বলেন, তিব্বতী জাতির প্রতিটি মানুষই লাসা ও রিকাজে পরিদর্শন করতে চাইবেন। এটা অবশ্যই ধর্মীয় কারণে। থাংতুই গ্রামের নিসি মাটির বাসন হল জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার। গ্রামবাসী বলেন, ট্রেন চালু হওয়ায় বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী শিল্প প্রচারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে। একজন বললেন,
(রে ৪)
'শাংগ্রি-লায় পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি আমাদের মাটির বাসনের বিক্রি বেড়েছে। এখন নিসি মাটির বাসন তৈরির কৌশল শেখার আগ্রহও বাড়ছে। যারা নিসি মাটি বাসন তৈরি করেন, তারাই গ্রামের সবচে ধনী।'
কাসু প্রদেশের হে মাওলি আট বছর আগে তিব্বতে এসে কাজ করতে শুরু করেন। তিনি মনে করেন, তিব্বত দ্রুত উন্নত হয়েছে। তিনি বলেন,
(রে ৫)
'আমি এখানে ব্যবসা করি। আমার আয় বেশি। এখানে উন্নয়নের গতি অনেক দ্রুত। আট বছর আগে রিকাজের অবকাঠামো দুর্বল ছিল; দর্শনীয় স্থাপত্যকর্মও ছিল অনেক কম। এখন অঞ্চলটি অনেক উন্নত ও আধুনিক হয়েছে।'
(রে ৬)
শানসি প্রদেশের যাত্রী লি স্যুছেং এ নিয়ে চারবার তিব্বত এসেছেন। তিনি মনে করেন, তিব্বতের পর্যটন খাতকে আরো উন্নত হতে হবে।
(রে ৮)
'আমরা অন্য জায়গা থেকে এসেছি। সেজন্য কোনো কোনো সময় অসুবিধা লাগে। আমরা আশা করি, এখানকার পরিষেবা আরো উন্নত হবে। যেমন, পর্যটকদেরকে জন্য সহায়ক টেলিফোন নম্বর ও পথনির্দেশক ম্যাপ সুলভ করা উচিত। এ ছাড়া রিকাজের নিজস্ব পর্যটন সম্পদগুলোর প্রচার করা প্রয়োজন।'
ট্রেন চালু হওয়ার পর রিকাজে পর্যটকের সংখ্যা বেড়েছে, নতুন নতুন ব্যবসাও এসেছে। এ ছাড়া রিকাজেকে আরো উন্নত করার ধারণাও জন্ম নিয়েছে।
(রে ৯)
দুপুর ১১টা ৫৯ মিনিটে ঠিক তিন ঘন্টা পর কে-৯৮২১ ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি রিকাজেকে বাইরের সাথে সংযুক্ত করেছে।
গান
আচ্ছা, বন্ধুরা, আপনারা শুনছিলেন লাসা থেকে রিকাজে পর্যন্ত চালু হওয়া ট্রেন যোগাযোগ সম্পর্কিত একটি প্রতিবেদন। এখন আপনাদের চিঠিপত্রের উত্তর দেবার পালা।
আজকের প্রথম চিঠি লিখেছেন, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ। তিনি লিখেছেন, প্রিয় মুক্তা আপু নতুন বছরের বর্ণিল শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে ২০১৪ সাল আমাদের কাছ থেকে বিদায় নিলো। কিন্তু রয়ে গেল ২০১৪ সালে ঘটে যাওয়া সকল ঘটনার স্মৃতিকথা। ২০১৪ সাল কালের গর্ভে হারিয়ে গেলেও তাকে ভুলে যাওয়া যাবে না। ২০১৪ সাল যেমন সবার জীবনকে রাঙিয়ে দিয়েছে, তেমনি ২০১৫ সাল যেন সবার জীবনকে সজীব এবং প্রাণবন্ত করতে পারে এমনই শুভ প্রত্যাশা রইল। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
বন্ধু মোঃ মানিক উল্লাহ, আপনাকে এবং আমাদের সকল শ্রোতাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি, আপনারা নতুন বছরে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আপনাদের সবার সুন্দর ও সুখী জীবন কামনা করি। চিঠির জন্য আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী লিখেছেন, মুক্তা আপু চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মী ও সকল শ্রোতাকে আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান। নতুন উষা নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। মুছে যাক সব ব্যাথা, দূর হোক সব গ্লানি। আসুন অতীতের সকল হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের বন্ধু হয়ে মিলে-মিশে থাকি। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। সুন্দর শিক্ষিত একটি জাতি গঠন করি। এবং বিশ্বকে একটি শ্রেষ্ঠ জাতি উপহার দিই। বন্ধু মোঃ সোহাগ বেপারী, আপনাকে ধন্যবাদ। আপনাকে এবং আপনার ক্লাবের সকল সদস্যকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন।
বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম তার ইমেলে লিখেছেন, মিষ্টভাষী মুক্তা আপু, ভাল আছেন তো? মহান আল্লাহর কাছে দোয়া করছি, উনি আপনাকেসহ পুরো criবাংলা পরিবারকে সুখে ও নিরাপদে রাখুন। ২০১৫ সালের আগমন এবং বাংলা বিভাগের ৪৬তম বর্ষে পদাপর্নের এই শুভ লগ্নে আপনাদের শুভেচ্ছা জানাই। বুঝতে পারছেন, কতটা আকর্ষণ অনুভব করি আপনাদের বাংলা বিভাগ ও তার বিপুল জনপ্রিয় অনুষ্ঠানের প্রতি। সাথে সাথে এই সত্যটা আজ সবাইকে জানাতে চাই, আমার স্ত্রী ও একমাত্র ছোট ছেলে আপনাদের অনুষ্ঠানের এত প্রশংসা করে যে, মাঝে মাঝে মনে হয় তা সকল শ্রোতাবন্ধুর সাথে শেয়ার করি। আমার আত্নীয়, বন্ধু মহল, পাড়া প্রতিবেশি, মুরুব্বিরা এক কথায় সবাই আমাকে বলে,বাবা! তুমি এত চীন বেতারের কথা বলো। খুব ভাল লাগে। দূর দেশের একটি বেতারকে তুমি এত আপন করে নিয়েছো। আজ এই পর্যান্তই। সুন্দর ও মিষ্টি ভাষায় জবাব দিবেন, কেমন?
ভাই রফিকুল, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আমরাও আমাদের শ্রোতাদের অনুভব করি অন্তর দিয়ে। শ্রোতারা আছেন বলেই না আমরা আছি! আমরা আশা করি, নতুন বছরেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সমর্থন ও ভালোবাসা আমাদের সঙ্গে থাকবে।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশন্যাল রেডিও লিশেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ তার চিঠিতে লিখেছেন, ......
ভাই দেবাশীষ গোপ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। নতুন বছর আপনার জীবনে অনেক অনেক শুভ বার্তা বয়ে আনুক এই কামনা করি। ভালো থাকবেন এবং নিয়মিত আমাদের লিখবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)