Web bengali.cri.cn   
জেরুসালেম আন্তর্জাতিক বই মেলা
  2015-02-27 16:39:02  cri

২৭তম জেরুসালেম আন্তর্জাতিক বই মেলা স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হয়েছে। বিভিন্ন ভাষার বই ছাড়া, মেলাটি পাঠকদের জন্য বৈচিত্র্যময় সাংস্কৃতিক কার্যক্রম উপহার দিয়েছে।

বিশ্বের বিভিন্ন স্থানের বিখ্যাত লেখক, পুস্তক প্রকাশক এবং বই অনুরাগীরা সেদিন সন্ধ্যায় জেরুসালেমের দ্য ফার্স্ট স্টেশনে মিলিত হয়ে দ্বিবার্ষিক জেরুসালেম আন্তর্জাতিক বই মেলায় অংশ নেয়।

এবারের বই মেলায় ২০টির বেশি দেশের প্রায় ৪শ'টি পুস্তক প্রকাশক বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের বই নিয়ে হাজির হয়েছেন। ইসরায়েলের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ বৃহত্তম চেইন বুক শপ স্টেইমাটস্কি'র (Steimatzky) বিদেশি বইয়ের প্রধান ক্রেতা মিরি আলন বলেছেন, ১৯৬৩ সালে প্রথম জেরুসালেম আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হয়। মিরি আলন বলেন,

এটি একটি আন্তর্জাতিক বইমেলা। অনেক মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে এসে অংশগ্রহণ করেন। ইসরাইলে অনেক ইংরেজি, জার্মান ও ফরাসী ভাষায় কথা বলা মানুষ রয়েছে। সুতরাং বইমেলা হলো এধরনের বিভিন্ন কমিউনিটির মানুষের একত্রিত হওয়ার ভাল উপায়। আমরা এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে লেনদেন করতে পারি।

চলতি বছর জেরুসালেম বইমেলা প্রথমবারের মতো ঐতিহ্যবাহী স্থান জেরুসালেম আন্তর্জাতিক কনভেনশন কেন্দ্র থেকে স্থানান্তর হয়ে দ্য ফার্স্ট স্টেশনের রূপান্তর অবসর বিনোদন কেন্দ্রে চলে এসেছে। বই মেলার দায়িত্বশীল ব্যক্তি ইউয়েল মোকভ বলেছেন, এটা শুধু স্থানের পরিবর্তনই নয়, বরং ধারণার পরিবর্তন। তিনি বলেন,

এ স্থানটি তরুণ-তরুণীদের জন্য বেশি আকর্ষণীয়। আমরা বইমেলার প্রতি আরো বেশি তরুণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারের বইমেলায় আমরা, বিশেষ করে বইকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করেছি। যেমন লেখকদের সঙ্গে অনেক মজার মজার আলোচনা ও সাক্ষাতকারের আয়োজন করা হয়েছে। এটি বই পড়া এবং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি মহাসম্মেলন।

একই সময় বিভিন্ন দেশের পুস্তক প্রকাশক এসব সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বই তুলে ধরেছে। স্প্যানিশ বই প্রদর্শনীর অঞ্চলে কাজ করা এইনাত তালমন বলেছেন, চলতি বছর হলো স্পেনের বিখ্যাত সাহিত্যকর্ম 'ডন কুইক্সট'-এর দ্বিতীয় অংশ প্রকাশের চারশ'তম বার্ষিকী। তারা জেরুসালেম বই মেলায় বেশ কিছু কার্যক্রমের আয়োজন করবে।

সমৃদ্ধ বই ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পাঠকরা বই মেলার প্রতীক্ষায় রয়েছে। স্থানীয় অধিবাসী কলিন হলেন জেরুসালেম বই মেলার নিয়মিত পরিদর্শক। সাম্প্রতিক সময়ের সবগুলো বইমেলায় তিনি অংশ নিয়েছেন। তিনি বলেন,

এটা হলো বিভিন্ন ধরনের বই দেখার বেশ ভালো সুযোগ। এখানে দেখা যায় বাজারে কি কি বই এসেছে, কি কি নতুন বই প্রকাশিত হয়েছে, সম্প্রতি কোন ধরনের বই জনপ্রিয় হচ্ছে। এছাড়া, তারা অনেক লেখকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এটা হলো তাদের চিন্তা-ভাবনাগুলো জানার বেশ ভালো সুযোগ। সাম্প্রতিক বছরগুলোতে আমি এ ধরনের অনেক আলোচনা সভায় অংশ নিয়েছি। আমি লেখকদের কথা শুনতে পছন্দ করি। তাছাড়া তাদের কাছে প্রশ্ন করার সুযোগও রয়েছে।

উল্লেখ্য, এবারের জেরুসালেম আন্তর্জাতিক বইমেলা স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর জেরুসালেমে সাহিত্য পুরষ্কার বিজয়ী হলেন আলবেনিয়ার লেখক ইসমাইল কাদেরি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040