Web bengali.cri.cn   
সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ পাঞ্জাবে পাঠ্যক্রম সংস্কার
  2015-02-27 14:23:10  cri
ফেব্রুয়ারি ২৭ : সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া মাদ্রাসা ও আফগান শরণার্থী শিবিরগুলোর অবস্থান চিহ্নিত করতে মানচিত্র তৈরি করা এবং 'নিরাপদ নগর' প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

গত বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন,সমাজে সহাবস্থান এবং সহনশীলতা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। মানুষের নেতিবাচক মানসিকতা পরিবর্তন করতে নাটক ও গান রচনাকেও উতসাহিত করা হবে।

প্রদেশটির সরকার ইতিমধ্যে বিদ্বেষমূলক বক্তৃতা,দেয়াল লিখন ও মসজিদের মাইকের অপব্যবহার নিষিদ্ধ করে আইন করেছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040