Web bengali.cri.cn   
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫-১৬ মার্চ
  2015-02-27 14:22:30  cri
ফেব্রুয়ারি ২৭ : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ বছরের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

আগামী ১৫-১৬ মার্চ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ হাজার ৩'শ ৬২ জন আইনজীবী।

সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে।

অপরদিকে ২০-দলীয় জোট সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল) মনোনয়ন পেয়েছেন বারের বর্তমান সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

নির্বাচনে সম্পাদক পদে সাদা প্যানেলের মনোনয়ন পেয়েছেন বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি।

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের বর্তমান সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনকে এবারও সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে নীল প্যানেল। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040