Web bengali.cri.cn   
লি চং সেং ও তার গান
  2015-02-26 15:45:51  cri


আজকের অনুষ্ঠানে আমরা লি চং সেংয়ের গান উপভোগ করব। ১৯৫৮ সালে তাইওয়ানে জন্মগ্রহণ করেন লি চং সেং। ১৯৭৯ সালে লি চং সেং কয়েকজন সহপাঠী নিয়ে 'কাঠের গিটার' নামক একটি ব্যান্ড গঠন করেন। সে থেকেই শুরু হয় তার পেশাদার সংগীত জীবন।

১৯৮৬ সালে তিনি উপহার দেন তার প্রথম ব্যাক্তিগত অ্যালবাম। এই অ্যালবামের গানগুলো মর্মস্পর্শী। প্রথমে আমরা শুনবো অ্যালবামটির 'কেউ জানে না' শীর্ষক একটি গান।

যখন লি চং সেংয়ের গানের প্রসঙ্গ আসে, তখন অনেকেই আমাকে তার 'নিজের জন্য লেখা একটি গান' নামের গানটি শুনতে বলেন। গানের সুর ও কথা লি চং সেং-এর নিজের।

শুনুন গানটি।

লি চং সেংয়ের কণ্ঠ বিশেষ বৈশিষ্টসম্পন্ন নয়। কিন্তু গান রচনা ও অ্যালবাম প্রযোজনায় তার বিশিষ্টতা আছে। দুটি ক্ষেত্রেই তিনি সফল মানুষ।

তো, আমরা এখন শুনব লি চং সেংয়ের কণ্ঠে 'সাধারণ মানুষের গান' শীর্ষক একটি গান।

আমরা সবাই 'সাধারণ মানুষ' এবং এ কারণে আমাদের জীবনে আছে নানা টানাপড়েন। কিন্ত সব সীমাবদ্ধতা সত্ত্বেও, আমাদের উচিত জীবন উপভোগ করা। মোটামুটি এই হচ্ছে এ গানটির বক্তব্য।

প্রযোজক হিসেবে লি চং সেং অনেক শ্রেষ্ঠ আলব্যাম উপহার দিয়েছেন; তার হাত ধরেই উঠে এসেছে অনেক কণ্ঠশিল্পী। লিন ই লিয়েন তাদের মধ্যে অন্যতম।

লিন ই লিয়েন হংকংয়ের বিখ্যাত কণ্ঠশিল্পী এবং লি চং সেংয়ের সাবেক স্ত্রী। যদিও দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটেছে, তবু সন্দেহ নেই দুজনের সহযোগিতা আমাদেরকে অনেক চিরস্মরণীয় গান উপহার দিয়েছে। এখন আমরা শুনব তাদের দ্বৈত কণ্ঠের একটি গান- 'ভালবাসা অতীত হয়'।

লিন ই লিয়েন ছাড়া, লি চং সেং অনেক নারী কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করেছেন। কেউকেউ বলেন, নারীর চেয়ে লি চং সেং নারীর মন আরও বেশি বোঝেন। তার অনেক গানে ভালবাসার প্রতি নারীর অনুভব ও মনস্তত্ত্ব বর্ণনা করা হয়েছে। এখন যে গান আপনারা শুনবেন তার নাম 'আদায়'। গায়িকা সিন সিয়াও ছির কণ্ঠে শুনুন লি চং সেং রচিত এ গানটি।

লি চং সেং রচিত গানগুলোর মধ্যে আমার প্রিয় একটি গান আপনাদেরকে শোনাতে চাই। গানের শিরোনাম 'অন্ধের মতো আবিষ্ট'। গেয়েছেন সুপার ব্যান্ডের চতুর্থ সদস্য চো হুয়া চিয়েন।

গানের কথা এমন: "কেউকেউ আমাকে জিজ্ঞেস করে, কেন অনেক বছর পরও আমি তোমাকে ভুলতে পারিনি।

আমি বলি, তোমার হাসি বসন্তবাতাসের চেয়ে সুন্দর,

যে তোমাকে দেখেনি, সে তোমার সৌন্দর্য বুঝতে পারবে না।

আমি অন্ধের মতো আবিষ্ট,

তুমি আমার কাছে ফিরে এসো; এ ছাড়া অন্যকিছুই গুরুত্বপূর্ণ নয়।"

শুনুন তাহলে গানটি।

আজকের আসরের শেষ প্রান্তে এসে আপনারা শুনবেন 'পাহাড়' নামের একটি গান। এটা লি চং সেংয়ের একটি সাম্প্রতিক গান। গেল কয়েক বছরে তিনি খুব বেশি একটা গান রচনা করেননি। তবে, যে কয়টা রচনা করেছেন, সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040