

201502226filmmusic
|
তাহলে চলুন, শোনা যাক আজকের গান।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, তার শিরোনাম 'পিঠে পিঠে আলিঙ্গন'। এটি চীনের 'প্রেম ঘুম থেকে উঠেছে' শিরোনামের সিরিয়ালের একটি গান।
গান-
'প্রেম ঘুম থেকে উঠেছে' শিরোনামে সিরিয়ালটি ২০১৩ সালে মুক্তি পায়। সিরিয়ালের গল্পটি এমন: থাও লি নামক এক প্রাথমিক স্কুলের কিশোর কিশোরীদের সংগীত স্বপ্ন বাস্তবায়নের জন্য স্কুলের লিউ সিয়াও পেই নামক একজন সাধারণ মেয়ে হাও লি গ্রুপের আয়োজিত 'আমার রানী" শিরোনামে এক বাছাই প্রতিযোগিতায় অংশ নেয়। লিউ সিয়াও পেই'র এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের একমাত্র লক্ষ্য হচ্ছে কিছু পয়সা আয় করা এবং থাও লি প্রাথমিক স্কুলের শিশুদের জন্য একটি পিয়ানো কিনে দেওয়া, যাতে থাও লি প্রাথমিক স্কুলের সংগীত শিক্ষার্থী তাদের স্বপন বাস্তবায়ন করতে পারে।
প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো এ সিরিয়ালে বাজানো একটি গান। গানের নাম 'হাসির মতো চোখ' [片头曲]।
গান-
'আমার রানী' প্রতিযোগিতায় লিউ সিয়াও পেই'র পরিবেশনা সকল বিচারক ও দর্শকের মন জয় করে নেয়। কেবল হাও লি গ্রুপের মহাব্যবস্থাক সিয়াং থিয়ান ছি'র বাগদত্তা মু চি ছিং তার বিরোধিতা করে। লি হাও গ্রুপের মহাব্যবস্থাপক সিয়াং থিয়ান ছি তার শত্রু ছিউ ইয়ানের চক্রান্তে স্মৃতিভ্রষ্ট হন।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিরিয়ালের আরেকটি গান। গানের নাম "যদি ভালোবাসা ভুলে যাই" [插曲
গান-
এ সময় লিউ সিয়াও পেই তাকে আশ্রয় দেয় এবং লিউ সিয়াও পেই তার নাম রাখে লিউ সিয়াও ইয়ু। তারপর দু'জন আনন্দময় কিছু সময় কাটায়।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিরিয়ালের 'এক নজরে দশাধিক বছর' [插曲] শিরোনামের একটি গান।
গান-
কিন্ত্ত তাদের আনন্দময় সময় বেশিদিন স্থায়ী হয় নি। সিয়াং থিয়ান ছি দ্রুত স্মৃতিশক্তি ফিরে পায় । লিউ সিয়াও পেই'র সঙ্গে যে সময় তিনি কাটিয়েছেন তা তিনি ভুলে যান।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিরিয়ালের আরেকটি গান। গানটির নাম 'আমি এখনও তাকে মিস করছি'।
গান-
বাস্তবে ফিরে যাওয়া সিয়াং থিয়ান ছি দ্রুত মু চি ছিং'কে বিয়ে করতে চান। ওদিকে মু চি ছিংকে ভালোবাসে গায়ক চি রুফেং। চি রুফেং তখন সিয়াং থিয়ান ছি ও মু চিছিংয়ের বিয়ের কথা শুনে খুব মন খারাপ করেন।
বন্ধুরা, এখন শুনবেন আরেকটি গান। আর এ গানটির নাম 'সে বলে'।
গান-
ওদিকে সিয়াং থিয়ান ছি জোর করে থাও লি গ্রাম উচ্ছেদ করে একটি রিসোর্ট নির্মাণ করতে চান। সিয়াও পেই তাকে এটা না করার জন্য অনুরোধ করে এবং তাকে বাধা দেয়। এমন সময় হঠাত্ সিয়াও পেই'র মুখ দেখে তার সাথে কাটানো সেই সুন্দর সময়ের কথা মনে পড়ে যায় সিয়াং থিয়ান ছি'র।
বন্ধুরা, এখন শুনবেন এ সিরিয়ালের আরেকটি গান। আর এ গানটির নাম 'মনে পড়েছে'।
বন্ধুরা, সিয়াও পেই'র বাধায় থাও লি গ্রাম উচ্ছেদ করা কি বন্ধ করবে সিয়াং থিয়ান ছি? দু'জনের মধ্যে এখন কি ঘটবে?
বন্ধুরা, এবারে শুনবেন ' তোমার সঙ্গে দেখা হবার পর থেকে' শিরোনামের গান....
বন্ধুরা, এখন শুনবেন 'ভালোবাসার ডাবল জাদু' শিরোনামে একটি গান......




