Web bengali.cri.cn   
বিশ্বব্যাপী চীনের 'আনন্দময় বসন্ত উত্সব' আয়োজিত
  2015-02-24 19:06:08  cri

ফেব্রুয়ারি ২৪: চীনা নববর্ষ উপলক্ষে 'আনন্দময় বসন্ত উত্সব' অনুষ্ঠান ফিনল্যান্ড, স্পেন, ফ্রান্স, থাইল্যান্ড, নেপাল বাংলাদেশ ও শ্রীলংকাসহ বিশ্বব্যাপী আয়োজিত হয়। এর মাধ্যমে চীনের বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করেন দর্শকরা।

স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে 'আনন্দময় বসন্ত উত্সব-২০১৫' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চীনের এ্যাক্রোবেটিকস, ঐতিহ্যবাহী সংগীত মুগ্ধ করে উপস্থিত দর্শকদেরকে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে চীনা সাংস্কৃতিক কেন্দ্রে 'আনন্দময় বসন্ত উত্সব-২০১৫' উপলক্ষে চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। দশদিনব্যপী আয়োজিত এ প্রদর্শনীর মাধ্যমে আসবাবপত্র, কার্পেটসহ চীনের চিত্রকলা সম্পর্কেও জানতে পারেন দর্শকরা।

বাংলাদেশে 'আনন্দময় বসন্ত উত্সব-২০১৫' অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। এসময় শিল্পীরা 'তুনহুয়াং ও সিল্ক আবেগ' নামের এক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

বাংলাদেশে চীনের দূতাবাস, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংছিয়াং, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সংস্কৃতি বিষয় মন্ত্রী আসাদুজ্জামান নুরসহ দেশটির বিভিন্ন মহলের বন্ধুত্বপূর্ণ ব্যক্তি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করার জন্য চীনের সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় কান সু প্রদেশের অপেরাশিল্পীদলের ৩২ সদস্যের এক প্রতিনিধি দল ঢাকায় পাঠায়।

চীন-নেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারের লক্ষে চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দল পাঠায়। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040