Web bengali.cri.cn   
কার্ডিওয়িড
  2015-02-24 18:44:04  cri
চীনের তরুণ-তরুণীরা ওয়েবসা‌ইটে ভিডিও দেখতে পছন্দ করে। কিন্তু প্রতি ভিডিও শুরুর আগে নানা রকমের বিজ্ঞাপন রয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞাপন নিয়ে ওয়েবসাইটে হট আলোচনা করা হচ্ছে। এ বিজ্ঞাপনের পিছনে একটি সুন্দর ভালবাসার গল্প রয়েছে। বন্ধুরা কি শুনতে আগ্রহী?

প্রথমেই বন্ধুদেরকে সে হট বিজ্ঞাপন সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেবো। বিজ্ঞাপনের প্রথমে একজন বয়স্ক পুরুষ এক বোতল পানি নিয়ে স্টকহোমের রাস্তায় ধীরে ধীরে হেঁটে চলেন। একসময় ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসেন। তখন এক সুন্দরী তরুণী তাঁকে দেখেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। অবশেষে সুন্দরী মেয়েটি পানির বোতল নিয়ে চলে যান।

এ পর্যন্ত শুনে চীনের দর্শকদের মত আপনারাও নিশ্চয়ই খুবই বিভ্রান্ত হচ্ছেন,তাই না? আচ্ছা, এ বিজ্ঞাপনের মাধ্যমে কি গল্প বলতে চায়? সে বয়স্ক পুরুষ ও সে তরুণী কে? তাদের মধ্যে কি সম্পর্ক আছে? একটি পানির বোতলের সঙ্গে কি সংযোগ রয়েছে? হ্যাঁ, দেরি না করে এখন এ বিজ্ঞাপনের পিছনের সে সুন্দর গল্প বন্ধুদের সঙ্গে শেয়ার করবো।

১৬৫০ সালে স্টকহোমের রাস্তায় ৫২ বছর বয়স্ক রেনে ডিসকার্টসের সঙ্গে সুইডেনের রাজকুমারী ক্রিশ্চিনার দেখা হয়।

তখন ডিসকার্টস খুবই দরিদ্র। স্টকহোমের হাজার হাজার গৃহহীন মানুষের মধ্যে তিনি একজন ভবঘুরে লোক। তাঁর কাপড় এবং কয়েকটি অংকের বই হলো তাঁর সম্পদ। দরিদ্র হলেও তিনি কখনো মানুষের কাছে টাকা ভিক্ষা করেন নি। অংক তাঁর জীবন। প্রতিদিন তিনি অংকের বিশ্বে ভ্রমণ করেন।

একদিন শান্তিপূর্ণ বিকেলে ডিসকার্টস আগের মতো রাস্তায় বসে অংক নিয়ে গবেষণা করছিলেন। এসময় হঠাত্ এক তরুণী তাঁকে জিজ্ঞাসা করেন, 'আপনি কি করছেন?' তখন ডিসকার্টস তার দিকে তাকান এবং অতি সুন্দরী নীল চোখের এক তরুণীকে দেখতে পান। এই তরুণী হলেন সুইডেনের রাজকুমারী। কিন্তু তা তিনি জানেন না।

  

রাজকুমারী ডিসকার্টসের অংকের খাতা দেখার পর তাঁর সাথে কথা বলা শুরু করেন। রাজকুমারীও খুব বুদ্ধিমতী, তিনিও অংকের প্রতি খুব আগ্রহী।

ডিসকার্টস একসময় এ কথা বলার কথা ভুলে যান এবং আগের মতো প্রতিদিন রাস্তায় বসে বসে অংক নিয়ে গবেষণা করেন।

কয়েক দিন পর ডিসকার্টসের কাছে একটি সুখবর ভেসে আসে। রাজা আশা করেন যে, ডিসকার্টস রাজকুমারীর অংক শিক্ষক হবেন। এ কথা শুনে ডিসকার্টস খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি রাজপ্রাসাদে এসে সেই তরুণীকে দেখতে পান যার সাথে আগে তাঁর দেখা হয়েছিলো। ডিসকার্টস তখন রীতিমতো অবাক হয়ে উঠেন।

ডিসকার্টসের সহায়তায় রাজকুমারী অংকে দ্রুত দক্ষতা অর্জন করেন। ধীরে ধীরে দু'জনের সম্পর্কও ঘনিষ্ঠ হয়ে উঠে। রাজকুমারীকে ডিসকার্টস খুবই বিশ্বাস করেন। তিনি রাজকুমারীকে তাঁর নতুন গবেষণার ফলাফলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ডিসকার্টস আয়তক্ষেত্রের সমন্বিত ব্যবস্থা নিয়ে গবেষণা করতে পছন্দ করেন। এ ব্যবস্থায় বীজগণিত ও জ্যামিতির সংযোগ নিয়ে তিনি অনেক গবেষণা চালান। এ সুন্দর অংক বিশ্ব ও ডিসকার্টসকে আসক্ত করে। ধীরে ধীরে তাদের মধ্যে রোমান্টিকতা তৈরি হয়।

কিছু দিন পর রাজা এ কথা জেনে ফেলেন। তিনি অবিলম্বে ডিসকার্টসকে হত্যা করার আদেশ দেন। রাজকুমারীর অনুরোধে ডিসকার্টস প্রাসাদ ত্যাগ করেন।

তখন সারা ইউরোপে ব্লাক ডেথ খুবই গুরুতর। প্রাসাদ ত্যাগ করার পর ডিসকার্টস ব্লাক ডেথে আক্রান্ত হয়ে পড়েন। তিনি জানেন, তারঁ জীবন শেষ, কিন্তু তিনি রাজকুমারীকে খুবই মিস করেন। তিনি প্রতিদিন রাজকুমারীকে চিঠি লেখেন। তবে রাজার কারণে এসব চিঠি রাজকুমারী পড়তে পারেন না।

একে একে ১৩টি চিঠি পাঠানোর পর ডিসকার্টস মৃত্যুবরণ করেন।

একদিন রাজা চিঠিগুলো খোলেন কিন্তু তিনি কিছুই বুঝতে পারেন না। চিঠিতে শুধু একটি কথা লেখা, তা হলো r=a (1-sinθ) । রাজা সারা দেশের অংক বিশেষজ্ঞদের রাজপ্রাসাদে ডেকে এ লেখার মানে বুঝতে চেষ্টা করেন। তবে কেউ একথার মানে বুঝতে পারেন না। এদিকে রাজকুমারী খুবই কষ্টের সাথে সময় পার করেন। মেয়েকে খুশি করার জন্য রাজা চিঠিগুলো তাঁকে দেন । রাজকুমারী দ্রুত এ কথার মানে বুঝতে পারেন। তা হলো কার্ডিওয়িড।

এ চিঠি এখনও সুইডেনের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

হ্যাঁ বন্ধুরা, আসল কথা হলো এ চিঠির পরিবর্তে এ বোতলের পানি হলো ভালোবাসার প্রতীক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040