Web bengali.cri.cn   
"দীর্ঘদিন ভালোবাসলে মানুষের হৃদয় বোঝা যায়"
  2015-02-23 19:20:29  cri

 


প্রিয় বন্ধুরা, শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন।

এখন শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েইফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে। কি, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারায়' আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।

প্রিয় শ্রোতা, আমরা জানি, ভালোবাসা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া জীবন যেন সাদা-কালো ছবি। সেখানে কোনো রঙ নেই, বৈচিত্র্য নেই। আর ভালোবাসার ক্ষেত্রে true love নিশ্চয়ই সবচেয়ে মূল্যবান? আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাবো true love সম্পর্কিত কয়েকটি সুন্দর চীনা গান। আশা করি তা আপনাদের মুগ্ধ করবে।

প্রথমেই শুনুন "দীর্ঘদিন ভালোবাসলে মানুষের হৃদয় বোঝা যায়" শীর্ষক একটি চীনা গান, গেয়েছেন কন্ঠশিল্পী লিয়াং চিং রু।

প্রিয় শ্রোতা, এখন শুনুন "আমি সত্যি সত্যিই তোমাকে আমার মন দিয়েছি' শীর্ষক একটি মিষ্টি গান; গেয়েছেন কন্ঠশিল্পী লিয়াং চিং রু। গানে বলা হয়েছে: চলে যেও না, আমার ভালোবাসা তোমাকে জানানোর সুযোগ দিও/ আমি আমার হৃদয়কে তারকা বানিয়ে তোমার রাতকে উজ্জ্বল করবো/ আগে এমন অনুভূতি কখনই হয়নি আমার; জীবনের প্রতিটি মূহূর্তে তোমার সঙ্গে থাকার অনুভূতি/ তোমাকে জানাতে চাই, তোমাকে আমার পুরো মন দিয়েছি, এ সত্য গোটা জীবনেও আর বদলাবার নয়।

আচ্ছা, এখন শুনুন মিষ্টি এ গানটি।

প্রিয় শ্রোতা, আপনার প্রিয় মানুষের কারণে আপনার জীবনের কি কোনো পরিবর্তন ঘটেছে? এর উত্তর নিশ্চয়ই "হ্যাঁ, সত্যিই ঘটেছে"। প্রিয় মানুষের জন্য আমরা তার প্রিয় কাজ করতে চাই, তার প্রিয় জায়গায় যেতে চাই, তার প্রিয় খাবার তাকে কিনে খাওয়াতে চাই, তাই না? শুনুন "তোমার কারণে" শীর্ষক একটি প্রেমের গান; গেয়েছেন চীনের কন্ঠশিল্পী চৌ হুয়া চিয়ান।

প্রিয় শ্রোতা, প্রিয় মানুষকে 'প্রিয়' বা ইংরেজিতে "darling" বলে ডাকতে অনেকেই পছন্দ করেন। হ্যাঁ, প্রিয় মানুষ নিজের জন্য যেন বিশ্বের সবচেয়ে মিষ্টি candy, যেন বিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্য, যেন বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। হ্যাঁ, প্রিয় মানুষ যেন বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস। "darling" ডাকটি মনের গভীর ভালোবাসা প্রকাশ করে, প্রকাশ করে এমন সব সুন্দর সুন্দর অনুভূতি। শুনুন "darling" শীর্ষক একটি সুন্দর গান, গেয়েছেন কন্ঠশিল্পী চাং সুয়ান।

সুপ্রিয় শ্রোতা, প্রিয় মানুষের সঙ্গে তারা ঝিক ঝিক আকাশের নিচে মনের গোপন কথা, ভালোবাসার কথা শেয়ার করার অভিজ্ঞতা আছে কি আপনার? এমন দৃশ্য কল্পনা করাও অনেক মধুর, তাই না? প্রিয় মানুষের কথা মনে পড়লে যেন বৃষ্টি থেমে যায়, সবকিছু হয়ে যায় সুন্দর। এখন শুনুন "তারার রাত" নামে একটি মিষ্টি প্রেমের গান, গেয়েছেন কন্ঠশিল্পী চিয়াং মেই ছি।

এখন শুনুন "আমি তার কথা মনে করি" শীর্ষক একটি প্রেমের গান। গেয়েছেন কন্ঠশিল্পী সুই ইয়ান জি। গানে বলা হয়েছে: তখন আমাদের অনেক কথা বলার ছিল/ তখন সবকিছুই তোমাকে বলতে পারতাম/ সে বছর পরস্পরের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা কি তোমার মনে আছে?/ আকাশের তারা আমাদের মিথ্যা বলেছে, গ্রীষ্মকাল এত ছোট্ট!/ কিন্তু তোমার ভালোবাসা এত লম্বা!!

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদেরকে শোনাবো আরেকটি মধুর প্রেমের গান। গানের নাম restrained/ reserved বা 'সংযত'। হ্যাঁ, প্রিয় মানুষের সামনে মাঝে মাঝে restrained/ reserved বা সংযত আচরণ করতে হয়। অবশ্য প্রিয় মানুষের সামনে সংযত আচরণ করতে অস্বস্তির কারণ হতে পারে, তাই না? প্রিয় মানুষের সামনে আমরা হবো খোলামেলা, এটাই স্বাভাবিক। তবে, ওই যে, সবকিছুরই ব্যতিক্রম থাকে। কন্ঠশিল্পী ফেই ওয়াং তার গানে কিন্তু প্রিয় মানুষের সামনে 'সংযত' আচরণ করতে গিয়ে তার নিজের অস্বস্তির কথাই তুলে ধরেছেন। শুনুন তাহলে গানটি। (ফেইফেই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040