Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ ২০১৫/২/২৩
  2015-02-23 18:58:03  cri

 



১. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা সমাধানে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাবও করেছেন। ঢাকা সফরকালে গত শনিবার তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার যোগাযোগের ক্ষেত্রে এ অঞ্চল ব্যবসা-বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইমিগ্রেশন চালু করা হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারতের সাথে বাণিজ্যে কিছু অশুল্ক বাধা রয়েছে। এসব বাধা দূর করার চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, গত কয়েক বছরে দুই দেশের বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে দুই দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেন।

২. পাঁচ দিনের সফরে গত শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছান বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন। বাংলাদেশে এটাই তাঁর প্রথম সফর। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিতেই তিনি এ দেশ সফর করছেন বলে জানা গেছে। সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে বিশ্বব্যাংকের অর্থ সহায়তা কীভাবে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখছে এবং এ দেশের পরবর্তী উন্নয়নপর্বে কীভাবে সংস্থাটি সহায়তা করতে পারে—সে বিষয় নিয়ে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এদিকে, বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত ১৯০০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) দরিদ্র দেশগুলোকে যত সহায়তা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, আইডিএ হলো বিশ্বব্যাংকের একটি তহবিল, যেখান থেকে দরিদ্র দেশগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের ৩২টি উন্নয়ন প্রকল্পে আইডিএর ৭৫০ কোটি ডলারের অর্থায়ন রয়েছে।

৩. আগামী দু-তিন বছরের মধ্যে ইতালিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকায় সচিবালয়ে গত বৃহস্পতিবার ইতালির সফররত উপ-পররাষ্ট্রমন্ত্রী সেন বেনিদিত্তো ডেল ভেডোভার নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এমন আশাবাদের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, ইতালিতে বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা বাড়ছে এবং দেশটির সাথে দ্বিপক্ষীয় সম্পর্কও ভালো। ইতালির অনেক যন্ত্রপাতি বাংলাদেশের কলকারখানায় ব্যবহার করা হয় এবং বাংলাদেশি পণ্য জনপ্রিয় করে তুলতে ইতালির বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ নিয়ে থাকে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ হওয়ার পরও যাতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) চলতি সুযোগ-সুবিধা পাওয়া যায়, সে বিষয়ে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০১২-১৩ অর্থবছরে ইতালিতে ১০৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ইতালিতে রপ্তানি বেড়ে দাঁড়ায় ১৩৩ কোটি ২৩ লাখ ডলারে। আর ওই দুই বছরে ইতালি থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে যথাক্রমে ২৫ কোটি ডলার ও ২৮ কোটি ৭৬ লাখ ডলারের।

৪. বাংলাদেশ থেকে ইতালি 'মৌসুমী কর্মী' নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে কিছু মৌসুমী শ্রমিক কাজের উদ্দেশ্যে ইতালিতে যায় এবং পরে তারা সেখান থেকে ইউরোপের অন্য দেশগুলোতে চলে যায়। ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে তার আলোচনা হয়েছে বলে জানান মোশাররফ হোসেন।

৫. সুদ কমানো ও ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে বেশির ভাগ বাণিজ্যিক ব্যাঙ্কেরই নিষ্ক্রিয় হয়ে থাকাকে গত শুক্রবার কড়া ভাষায় সমালোচনা করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। তাদের সতর্ক করে শীর্ষ ব্যাঙ্কের অভিযোগ, এর ফলে অর্থনীতি দ্রুত চাঙ্গা করার চেষ্টা বিফলে যাচ্ছে এবং কার্যত 'উপহাসে' পরিণত হচ্ছে শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি।

সম্প্রতি ব্যাঙ্কগুলির হাতে নগদ অর্থ বাড়াতে সরকারি ঋণপত্রে তাদের বাধ্যতামূলক লগ্নি কমিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু এতে বিভিন্ন ব্যাঙ্ক তাদের থেকে কম সুদে টাকা ধার পেলেও, সেই সুবিধা খুচরো বা কর্পোরেট ঋণগ্রহীতাদের কাছে পৌঁছে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাজন সুদ কমানোর পরে ৪৫টি ব্যাঙ্কের মধ্যে ঋণে সুদ কমিয়েছে ৩টি।

৬. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে পাকিস্তানের রপ্তানি ২০১৪ সালের প্র্রথম এগারো মাসে ২০ শতাংশ বেড়েছে। এসময় দেশটি ইইউতে রপ্তানি করেছে ৫০৭ কোটি ইউরোর পণ্য। আগের বছরের প্রথম এগারো মাসে এ খাতে পাকিস্তানের আয় হয়েছিল ৪২২ কোটি ইউরো। ইইউ-র সংশ্লিষ্ট উপাত্তের বরাত দিয়ে ডন ডটকম এ তথ্য জানিয়েছে।

রিপোর্ট অনুসারে, উক্ত সময়কালে যুক্তরাজ্য, স্পেন ও জার্মানি পাকিস্তানের রপ্তানি বেড়েছে। আর কমেছে এস্তোনিয়া, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়ায়। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ইউরোপে রপ্তানি ১০০ কোটি ইউরো বাড়ানোর পরিকল্পনা করেছিল।

এদিকে, ২০১৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ থেকে ৩৭১ কোটি ইউরোর পণ্য আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি।

(তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, বিডিনিউজ, আনন্দবাজার পত্রিকা, ডন ডটকম, সিনহুয়া ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040