Web bengali.cri.cn   
মাদাগাস্কার ২ শিরোনামের চলচ্চিত্রের গানগুলো
  2015-02-19 19:43:30  cri


চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং/রুবি। আজকের এ অনুষ্ঠানে চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো,কেমন?

তো বন্ধুরা, আপনি প্রস্তুত তো ? তাহলে চলুন শোনা যাক আজকের গানগুলো।

এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো 'what a wonderful world' শিরোনামের একটি গান।

'what a wonderful world' গানটি 'মাদাগাস্কার' শিরোনামের চলচ্চিত্রের মুল গান। এই চলচ্চিত্রটি ২০০৫ সালে মুক্তি পায়।

চলচ্চিত্রটি তে নিউইয়র্কের কেন্দ্রীয় পার্কে সিংহ আলেক্স, জেব্রা মাতি, জিরাফ মেইলমান এবং মোটা জলহস্তী গ্লোরিয়ালের সাক্ষাত মেলে। তারা পরস্পরের খুবই ভালো বন্ধু।

বন্ধুরা, এখন আপনারা 'মাদাগাস্কার' চলচ্চিত্রের আরেকটি গান শুনবেন।আর এ গানটির নাম 'born free'।

হ্যাঁ বন্ধুরা, এই চার ভাল বন্ধু সবসময় খুব প্রফুল্ল ও প্রাণবন্ত থাকে। তারা প্রতিদিন একসাথে সুন্দর ও আনন্দময় জীবন পার করে।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন এ চলচ্চিত্রের 'like to move It' শিরোনামের গানটি।

খুব ভালভাবেই চলছিল এই চার বন্ধুর জীবন। তারপর সেই পার্কে হঠাত পেঙ্গুইনকে দেখে মাতির মাথায় এক অদ্ভুত ধারণা চলে আসে। এই ধারণা হলো পার্ক থেকে পালিয়ে যাওয়া এবং নিজের জন্মস্থান খুঁজে বের করা।

বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো এ চলচ্চিত্রের মধ্যকার আরেকটি গান। গানের নাম 'chariot of fire'।

আর মাতির মাথায় এ ধারণা আসার পরপরই সে অন্য বন্ধুদেরকে না জানিয়ে তাত্ক্ষণিকভাবে পালাতে শুরু করে।

বন্ধুরা, এখন আপনারা এ চলচ্চিত্রের আরেকটি গান শুনবেন। গানটির নাম 'beacon of liberty'।

এদিকে মাতিকে না দেখে তার বন্ধুরা খুব চিন্তিত হয়ে পড়ে। আচ্ছা বন্ধুরা, মাতির পালিয়ে যাওয়ার কথা শুনে তারা কি করবে এখন? ভাল বন্ধুরা কি একে অপরকে ছেড়ে চলে যেতে পারে?

তাহলে চলুন শোনা যাক, এ চলচ্চিত্রের 'best friends' শিরোনামের গানটি ।

অবশেষে সিংহ আলেক্স ও জিরাফ মেইলমান এবং মোটা জলহস্তী গ্লোরিয়া মাতিকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন এ চলচ্চিত্রের 'boogie wonderland' শিরোনামের গানটি।

তারাও কেন্দ্রীয় পার্কের আরামদায়ক জীবন ছেড়ে মাতিকে খুঁজতে বের হয়ে যাচ্ছে । তারা কি মাতিকে খুঁজে বের করতে পারবে?

বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটির নাম হলো 'stay in alive'।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের গানগুলো একটু ব্যতিক্রম তাইনা? আসলে গানগুলোর অর্থ এবং তাত্পর্য বুঝতে হলে চলচ্চিত্রটি দেখার বিকল্প নেই।

এখন আপনারা এ চলচ্চিত্রের শেষ গান শুনবেন। আর এ গানটির নাম 'Hawaii five'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো .....................

এবার তাহলে বিদায়ের পালা। আগামীতে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়েন। (রুবি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040