Web bengali.cri.cn   
সুরের ধারা-সুরের সুগন্ধ(৪)
  2015-02-24 17:12:03  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের কয়েকটি সুন্দর সুর শোনাবো, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

আজকের অনুষ্ঠানে আপনাদের শরীর ও মনকে শান্তি দেওয়ার মত কয়েকটি সুর শোনাবো।

চীনা ভাষায় একটা প্রবাদ আছে, অন্য মানুষকে ফুল দিলে আপন হাতেও ফুলের সুগন্ধ রয়ে থাকে। অর্থাত অন্যদের কিছু সাহায্য করলে আপনি নিজের এ সাহায্যের কল্যান পান। অন্য মানুষকে সাহায্য করাও মন ও শরীরকে শান্তি দেওয়ার একটি ভাল পদ্ধতি। প্রথমে শুনুন 明(míng)月(yuè)菩(pú)提(tí)百(bǎi)里(lǐ)香(xiāng)সুরটি।

জীবনে বিভিন্ন জটিলতা থাকে, এসব জটিলতার কারণে চিন্তাভাবনার খরচ হয়। মনকে শান্তি রাখার জন্য জটিলতা কাটিয়ে দেওয়া ভাল। শুনুন 清(qīng)静(jìng)佛(fó)手(shǒu)柑(gān)সুরটি।

ফল নিয়ে কখনো খুব মনযোগ দিয়ে দেখেছিলেন? ফল থেকে কি দেখতে পান? ফল হল একটি গাছের হৃদয়। গাছের সবচেয়ে ভাল পুষ্টিগুলো যে ফলের মধ্যে থাকে। মন খারাপ হওয়ার সময় একটি ফল হাতে নিয়ে গভীরভাবে দেখুন এবং চিন্তা করুন, গাছ কিভাবে একটি ছোট বীজ থেকে বড় হয়ে এবং নিজের ফল পালন করেছে। এ প্র্রক্রিয়ার মধ্যে কত কিছু হয়েছে। তারপর ফল হতে পারে। আমাদের জীবনেও তাই। শুনুন 清(qīng)静(jìng)心(xīn)清(qīng)静(jìng)果(guǒ)সুরটি।

ফুল পড়া দেখে আপনার কেমন অনুভূতি হয়? প্রকৃতির চক্রে মারা যাওয়াও মানে নতুন জীবন শুরু হওয়া। শুনুন 满(mǎn)堂(táng)香(xiāng)气(qì)সুরটি।

প্রকৃতির নিয়ম যেন কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ছাড়তে হয়। যেমন ভাল বিশ্লাম নিতে চাইলে হয়তো রাতে জাগানো এমন অভ্যাসের কিছু পরিবর্তন করতে হয়। শুনুন 灵(líng)气(qì)养(yǎng)心(xīn)সুরটি।

কিন্তু চিন্তা নেই, কিছু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশয়ই কিছু অর্জন করতে পারে। শুনুন 神(shén)清(qīng)气(qì)和(hé)সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আশা করি এ কয়েকটি সুর শুনে আপনার শরীর ও মন চাপ থেকে একটু মুক্তি পাবে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্ত।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040