0218edu
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুবর্ণা ও আমি এনামুল হক টুটুল।
বন্ধুরা, শুভ বসন্ত উত্সব বা চীনা নববর্ষ। আগামীকাল চীনা বসন্ত উত্সব। আর মাত্র কয়েকটি ঘণ্টা পরই শুরু হবে চীনাদের সবচেয়ে বড় এই উত্সব। উত্সবের এই আনন্দে রঙিন হয়ে উঠবে বিশাল এই চীন। আনন্দ, খুশি ও পুনর্মিলনে সবাই এখন একাকার । সবাই এখন অপেক্ষায় কখন রাত বারোটার ঘণ্টা বাজবে। সবাই ব্যস্ত পুরাতন বছরটিকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করা নিয়ে।
(প্রণব)
হ্যাঁ, চীনের নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সীমাহীন সুখ, শান্তি ও সমৃদ্ধি। আর সবার মনের সুন্দর স্বপ্নগুলোও বাস্তবায়িত হয়ে উঠুক এই প্রত্যাশা আমাদের ।
শ্রোতাবন্ধুরা, চীনের এই বসন্ত উত্সব বা নববর্ষ উপলক্ষে আজ একটি বিশেষ অনুষ্ঠান শুনবেন আপনারা। এ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী। যারা পেইচিং ল্যাঙ্গুয়েজ এ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আজ আমরা তাদের গল্প শুনবো। জানবো চীনের বসন্ত উত্সব সম্পর্কে তাদের নানান অভিজ্ঞতার কথা।