Web bengali.cri.cn   
ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার গান
  2015-02-09 15:54:52  cri

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন।

এখন শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েইফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে। কি, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারায়' আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।

প্রিয় শ্রোতা, আমরা জানি, এখন বিশ্বে ইংরেজি গান অনেক জনপ্রিয়। আসলে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার অনেক গানও খুবই সুন্দর এবং মধুর। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের এমন কয়েকটি সুন্দর গান শোনাতে চাই, যাতে আমরা এসব ভিন্ন ভাষার গানের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি উপভোগ করতে পারি, আশা করি তা আপনাদের ভালো লাগবে।

প্রথমেই শুনুন ce frumoasa e iubirea নামের একটি গান। এটি রোমানীয় ভাষার একটি গান। গেয়েছেন সে দেশের কণ্ঠশিল্পী giulia।

প্রিয় শ্রোতা, এখন শুনুন ফরাসি ভাষার একটি গান, গানের নাম elle me dit। গেয়েছেন কণ্ঠশিল্পী mika। আসলে মিকা ব্রিটিশ নাগরিক তবে তিনি জন্মগ্রহণ করেছেন লেবাননে। ছোটবেলায় যুদ্ধ থেকে বেঁচে থাকার জন্য তাঁর বাবা মা তাকে নিয়ে প্যারিসে পালিয়ে যান। ৯ বছর বয়সে তাঁর পরিবার আবার লন্ডনে গমন করেন এবং ব্রিটিশ নাগরিক হন। আচ্ছা, এখন শুনুন গানটি।

প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি রোমানীয় ভাষার গান, গেয়েছেন সে দেশের কণ্ঠশিল্পী elena gheorghe।

প্রিয় শ্রোতা, laura pausini –এর নাম অনেকেই জানেন, তাইনা? তিনি ইতালির একজন কণ্ঠশিল্পী। তবে তিনি ইংরেজি, ইতালি, স্পেন ও ফরাসি ভাষার গান গাইতে পারেন। আজকে আপনাদের শোনাবো তাঁর গাওয়া একটি ফরাসি ভাষার গান। গানের নাম un emergenza damore।

প্রিয় শ্রোতা, এখন শুনুন পর্তুগীজ ভাষার একটি গান, গেয়েছেন পর্তুগীজ কণ্ঠশিল্পী david carreira।

প্রিয় শ্রোতা, আপনারা কখনো জার্মান ভাষার সঙ্গীত শুনেছেন? আসলে জার্মান ভাষা আমার কাছে অনেক সুন্দর। এখন শুনুন জার্মান ভাষার একটি গান, গানের নাম das beste, গেয়েছেন দেশটির সঙ্গীত দল silbermond।

প্রিয় শ্রোতা, এখন শুনুন একটি ইতালি ভাষার গান। গানের নাম controvento, গেয়েছেন কণ্ঠশিল্পী arisa।

প্রিয় শ্রোতা, আপনারা কি কখনো থাইল্যান্ডের প্রেমের চলচ্চিত্র দেখেছেন?আসলে সে দেশের প্রেমের চলচ্চিত্র অনেক সুন্দর সরল ও অনেক মুগ্ধকর। এ ছাড়া চলচ্চিত্রের সঙ্গীতও অনেক মধুর। এখন আমরা একটি গানের মাধ্যমে সে দেশের সৌন্দর্য্য উপভোগ করবো। গানের নাম 'তোমাকে ভালোবাসি, তুমি কি জানো?'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040