Web bengali.cri.cn   
গায়িকা ইয়াং নেই ওয়েন ও তার গান
  2015-02-11 20:38:14  cri


১৯৭৪ সালে ২ মার্চ তাইওয়ানে জন্মগ্রহণ করেন ইয়াং নেই ওয়েন। ৬ বছর বয়স থেকে তিনি পিয়ানো শেখেন এবং তিনি ড্রামসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারেন। পরে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান।

অস্ট্রেলিয়ায় তিনি বাঁশি বাজানো শেখেন এবং অপেরায়ও তালিম নেন।

১৯৯৬ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং অ্যালবাম প্রকাশের জন্য তাইওয়ানে ফিরে আসেন। ১৯৯৭ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'ওয়ান' (One) প্রকাশিত হয়।

এখন আমরা ইয়াং নেই ওয়েনের গাওয়া 'I leave myself' শীর্ষক একটি গান শুনব।

১৯৯৯ সালে ইয়াং নেই ওয়েন তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এ অ্যালবামের নাম 'সায়লেন্স' (Silence)। তিনি এ অ্যালবামের জন্য ২০০০ সালে তাইওয়ানে সেরা গায়কের পুরস্কার অর্জন করেন। এখন উপভোগ করব 'সায়লেন্স' অ্যালবামের একটি গান। গানের কথাগুলো বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: যে ভালবাসা আমি দিয়েছি, তা ফিরে আসতে পারে না/ তোমার প্রতিশ্রুতি আমি কখনও ভুলে যাইনি/অথচ তুমি আমাকে ছেড়ে গেছো...।

২০০১ সালে ইয়াং নেই ওয়ান তৃতীয় অ্যালবাম শ্রোতাদের উপহার দেন এবং তিনি সে বছর প্রথমবারের মতো নিজের ব্যক্তিগত সংগীতানুষ্ঠানেরও আয়োজন করেন। তার তৃতীয় অ্যালবাম চীনা সংগীত শিল্পী বিনিময় কমিটির সেরা দশ অ্যালবামের তালিকায় স্থান পায়।

আসলে এ অ্যালবাম আমার সবচেয়ে প্রিয়, কারণ এ অ্যালবামের গান খুব সুন্দর। এখন আমরা এ অ্যালবামের চারটি গান শুনব। প্রথমে শুনব 'ক্যুইন' (queen) শীর্ষক একটি গান।

এখন শুনুন 'আমাকে শুভেচ্ছা জানাও' গানটি। গানের কথা এমন:

 

আমি আনন্দিত ও সুখী; তবে আমি তোমার শুভেচ্ছা পেতে চাই/ আমি আনন্দিত ও সুখী; তবে শুধু আশা, তুমি আমার শুভ কামনা করবে...

প্রিয় শ্রোতা, যে গান আপনারা শুনছেন তার নাম 'ভেসে চলা'। তাইওয়ানের বিখ্যাত গায়িকা ছেন ছি চেন ইয়াং নেই ওয়েনের জন্য এ গান রচনা করেন।

এখন শুনবেন 'প্রমাণ'শীর্ষক একটি গান। গানের কথা এমন: আমি উড়তে চাই, আমি মুক্তি চাই/ আমি চাই, যখন তুমি মিথ্যা বলবে তখন গভীর দুঃখ লাগবে....

২০১৩ সালে ডিসেম্বর মাসে ইয়াং নেই ওয়ান আমাদেরকে আরেকটি নতুন অ্যালবাম উপহার দেন। অ্যালবামের নাম 'জিরো' (zero)। এখন আমরা অ্যালবামের 'Missed calls' শিরোনামে একটি গান শুনব। গানে বলা হয়েছে যে, বিরহের পর প্রেমিকের কথা মনে পড়লেও, 'Missed calls'-এর মতো এর কোন উত্তর পাওয়া যায় না। শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040