Web bengali.cri.cn   
ফরিদা পারভীনের গান
  2015-02-07 16:37:24  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। শুরুতেই সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এখন শুনবেন 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের সবার প্রিয় মুক্তা।

আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানে অব্যাহতভাবে আপনাদেরকে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গান শোনাবো। তবে গান শোনার আগে ফরিদা পারভীনের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, কেমন?

তাঁর প্রাতিষ্ঠানিক স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে। স্কুল জীবনের সূচনা হয়েছিল মাগুরায়। তিনি কুষ্টিয়া গভর্নমেন্ট গার্লস স্কুল, কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় এবং মেহেরপুর গভর্নমেন্ট গার্লস স্কুলে অধ্যয়ন করেন। কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং একই কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৬-৭৯ সালে অনার্স পাশ করেন। গানের শিক্ষাজীবনেরও হাতেখড়ি মাগুরা জেলায়। মাগুরায় তাঁর গানে হাতেখড়ি দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস এবং ওসমান গণি'র কাছে ক্লাসিক্যাল শেখেন। প্রায় ছয়-সাত বছর তানপুরার সঙ্গে ক্লাসিক্যাল চর্চা করবার পর তিনি নজরুল সঙ্গীত শিখতে শুরু করেন। তাঁর নজরুল সঙ্গীতের প্রথম গুরু হচ্ছেন কুষ্টিয়ার ওস্তাদ আবদুল কাদের। এরপর তিনি মেহেরপুরে মীর মোজাফফর আলী'র কাছেও নজরুল সঙ্গীত শেখেন। স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি ওস্তাদ মীর মোজাফফর আলী'র কাছেই প্রথম শেখেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীতশিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার যোগাযোগ শুরু হয় । তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন। সেখানে তাঁদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মোকছেদ আলী সাঁই। ১৯৭৩ সালে ফরিদা তাঁর কাছেই 'সত্য বল সুপথে চল' গান শেখার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন। পরে মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন।

ফরিদা পারভীনের কর্মজীবন সঙ্গীতময়। শুধু লালনের গান নয়, তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীর তটে', 'তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম', 'নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী সাধ আছে বলো', 'খাঁচার ভিতর', 'বাড়ির কাছে আরশি নগর' ইত্যাদি।

আচ্ছা বন্ধুরা, আর তাহলে বেশি কথা নয়। এখন আমি আপনাদেরকে ফরিদা পারভীনের কণ্ঠে বেশ কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি, গানগুলো ‌আপনারা ভীষণ পছন্দ করবেন।

.....

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আপনারা এখন শুনছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে বাংলা গান।

.....

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আমি এখন আপনাদেরকে বিখ্যাত শিল্পী জেমসের কণ্ঠে গান শোনাবো। আশা করি, আপনাদের ভাল লাগবে।

......

প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি মুক্তা। চাই চিয়েন। (মুক্তা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040