Thursday Apr 17th   2025 
Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৬ ডিসেম্বর ২০১৪
  2015-02-07 16:37:24  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

এখন সরাসরি শুরু করছি আপনাদের চিঠির পালা।

আজকের অনুষ্ঠানের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি চিঠিতে লিখেছেন, স্নেহের মুক্তা আপু, criবাংলা বিভাগের সকল শ্রোতাদের অনেক অনেক প্রীতি, শুভেচছা আর ধন্যবাদ জানিয়ে আজকের পত্রের যাত্রা শুরু করছি। আশা করি, বাংলা বিভাগের সকল স্টাফবন্দ কুশলে ও মঙ্গল মতই আছেন। এখানে আমিসহ আমার শ্রোতা ক্লাবের সকল সদস্য ভাল আছি। নিয়মিত আপনাদের শটওয়েভে বাংলা অনুষ্ঠান শুনছি। সামাজিক ফোরাম ফেসবুকে মাঝে মধ্যেই মন্তব্য করে থাকি। আর ঝকঝকে, সাজানো গোছানো বাংলা ওয়েব সাইট এক কথায় অপূর্ব। আমাদের শ্রোতা ক্লাবের সকল সদস্য আপনাদের বাংলা ওয়েব পেইজের উচচ প্রশংসা করে থাকে। আমার ভাল লাগা বাংলা অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-বিশ্বসংবাদ, মুক্তার কথা, দৃষ্টির সীমানায়, স্বাস্থ্য ও জীবন, হাল শৈলী, বিভিন্ন সংগীতের আসর ইত্যাদি। আমার মতে, সময়ের দ্রুত পরিবর্তন আর পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে cri বাংলা অনুষ্ঠানমালায় মাঝে মাঝেই কিছুটা পরিবর্তন আনা সমীচীন বলে

বিশ্বাস করি। এ ছাড়া চীনের পৌরানিক গল্পগুলো আরো বেশি করে প্রচার করা উচিত। মতামতটি গুরুত্ব দিয়ে ভেবে দেখতে অনুরোধ রাখছি। পরিশেষে দোওয়া রাখছি, criবাংলা বিভাগ একদিন তার কাঙ্খিত সাফল্যের চূড়ায় আরোহন করবেই, এতে দ্বিমতের কোন অবকাশ নেই। আজ শেষ করতে চাই। সবার শুভ কামনা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। মিষ্টি ও সুন্দর জবাব দিবেন কিন্তু!

বন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, আপনাকে নিয়মিত মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আপনার মতামতের গুরুত্ব দেই। আশা করি, আপনি আরো বেশি গঠনমূলক মতামত দেবেন।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী চিঠিতে লিখেছেন, ভাইয়া ও আপু গ্রাম বাংলার জাতীয় খেলা হা ডু ডু ডু খেলা। গত ২৮/১১/২০১৪ তারিখ রোজ শুক্রুবার আমার শ্রোতা সংঘের উদ্যোগে একটি হা ডু ডু ডু খেলার আয়োজন করেছি। এভাবে টানা ১০ দিন ধরে হা ডু ডু ডু খেলা চলতে থাকে। সোমবার সকালে এসে হা ডু ডু ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে আমাদের গ্রামের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আক্কাছ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের গ্রামের বর্তমান জনাব আলহাজ্ব আবদুর রাজ্জাক (আর্মি) আরও বিশেষ অতিথি হিসাবে অনেকেই উপস্থিত ছিলেন। আমার এই শ্রোতা সংঘের উদ্যোগে হা ডু ডু ডু খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত সভিপতিত্ব করেন আমাদের গ্রামের সবাজ সেবক জনাব জামাল মজুমদার। হা ডু ডু ডু খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক তত্ব্যবধানে সার্বিক সহযোগিতা এবং পরিচালনা করেন আমাদের ইউনিয়নের সুপরিচিত সমাজসেবক জনাব সাইফুল ইসলাম। হা ডু ডু ডু খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা হিসাবে আমি নিজে দায়িত্য পালন করি। উক্ত হা ডু ডু ডু খেলায় ফাইনাল ম্যাচে ৯টি পুরুস্কার প্রধান করা হয়। আমার শ্রোতা সংঘের উদ্যোগে হা ডু ডু ডু খেলার ফাইনাল ম্যাচে পুরুস্তার বিতরণী অনুষ্ঠানে তোলা ২ কপি ছবি ই মেইল করে এটাচ করে পাঠালাম। দয়া করে পাওয়া মাএ আমার ই মেইল পড়ে জবাব দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন শ্রোতা সংঘ থেকে আরও বিনোদন তথ্য ও সচেতন মূলক কাজ করতে পারি।

মোঃ সোহাগ বেপারী, আপনি নিজের ক্লাবের উন্নয়নের বেশি প্রচেষ্টা করছেন। আপনাকে আমাকে ক্লাবের অনুষ্ঠান লেখার জন্য ধন্যবাদ জানাই। আমি অনুষ্ঠানে আপনার চিঠি পড়ে দেই। খুশি তো। আশা করি, আপনিসহ আরো বেশি শ্রোতা আমাদেরকে নিজের ক্লাবের অনুষ্ঠান জানাতে পারেন। ধন্যবাদ।

বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াল রেডিও ক্লাবের সভাপতি এস.এম.হান্নান আমাদেরকে ওডিওতে নিজের লেখা একটি কবিতা পাঠিয়েছেন। তাহলে এখন আমরা একসাথে তাঁর কবিতা শুনবো।

---

আচ্ছা,বন্ধু এস.এম.হান্নানকে কবিতা পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সি আর আই ফ্রেন্ডস ক্লাবের কানন রানী টিকাদার চিঠিতে লিখেছেন, মুক্তার কথা আসরটি সকল শ্রোতার নিকট খুব প্রিয়, এই আসরে চিঠি লিখে সকলেই আশা রাখে তাদের লেখার উত্তর সি আর আই থেকে পাবে। কিন্তু কোনো কারণে লিখে যদি উত্তর না পায় তাহলে কেমন মন খারাপ হয় তাতো বুঝতেই পারেন। ঢাকা থেকে যে এফ এম অনুষ্ঠান আপনারা প্রচার করে যাচ্ছেন তা আমাদের কোনো উপকারে আসছে না কারণ আমাদের গোপালগঞ্জ থেকে ঐ এফ এম অনুষ্ঠান শুনতে পারি না, আমাদের শুনতে হয় শর্ট ওয়েভে। তবে শর্ট ওয়েভের তরঙ্গ মান খুব ভালো। বাংলাদেশে শুনেছিলাম একটা শ্রোতা সন্মেলন করবেন তার অগ্রগতি কতদূর জানালে বাধিত হব।

আচ্ছা, বন্ধু কানন রানী টিকাদার, আপনারা শর্ট ওয়েভে আমাদের অনুষ্ঠান শুনে কোন অসুবাধি হয় নি বলে আমাদের অনেক ভাল লাগে। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে মতামত দেবেন। ধন্যবাদ।

বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম ইমেলে লিখেছেন, সিআরআই বাংলা বিভাগের অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান সুরের ধারা। এ অনুষ্ঠান শুনতে আমরা কথনো ভূল করিনা। ১১ নভেম্বর সান্ধ্য আসরে ম্যাডাম আনন্দীর প্রানবন্ত উপস্হাপনায় সুরের ধারা অনুষ্ঠানে সিঙ্গেলস ডে বা প্রেম সম্পর্কীত বেশ কয়েকটি গান শুনলাম। এর মধ্যে হাত ছাড়া প্রেম, আমার প্রিয় তুমি, হঠাত্‍ তোমাকে খুব মিস করি এবং এটা হচ্ছে প্রেম শীর্ষক আকর্ষনীয় গানগুলো আমার মন প্রানকে জয় করে নিয়েছে। এখানে আমি ম্যাডাম আনন্দীকে তার চমত্‍কার উপস্হাপনশৈলীর জন্য অভিবাদন জানাই। সম্প্রতি খুনমিং এ অনুষ্ঠিত চীনা ভাষা সেতু প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বাংলাদেশের মেয়ে দুই বোন ফারাহ ও ফারিনের সাথে ম্যাডাম আনন্দী গূহীত সাক্ষাত্‍কারটিও বেশ হৃদয়গ্রাহী ছিল। সুন্দর ও মনোগ্রাহী এতসব অনুষ্ঠান উপহার দেবার জন্য সিআরআই বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মুক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমি ম্যাডাম আনন্দীকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভাল ও সুস্হ্য থাকবেন।

আচ্ছা, বন্ধু আশরাফুল ইসলাম, আপনাকে নিয়মিত মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার মতামত আমি বোন আনন্দীকে জানিয়েছিলাম। আমি তাঁর পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ জানাই।

গান

৩ ডিসেম্বর হল চীন আন্তর্জাতিক বেতার অর্থাত্ সিআরআই'র প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সিআরআই শ্রোতা ইউনিটের ইন্টারন্যাশন্যাল রেডিও লিশেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ এ উপলক্ষ্যে একটি ওডিও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এখন আমরা তাঁর কন্ঠে এ বার্তা শুনবো।

----

তিনি আমাদেরকে নিজের লেখা একটি কবিতা লিখেছেন, আমি এখানে তাঁর কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাছি।

---

আচ্ছা, বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে সিআরআই'র জন্য এত বেশি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার কবিতা আমাদেরকে মুগ্ধ করে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন বন্ধু পরিচয় করবো। তিনি হলেন বাংলাদেশের ঢাকার জাপতী বেতার শ্রোতা সংঘের সভাপতী মোঃ সাদ্দাম হোসাইন। তিনি চিঠিতে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু। আমি বাংলাদেশ থেকে মোঃ সাদ্দাম বলছি। এটা চায়না রেডিও ইন্টার ন্যাশনালে আমার প্রথম মেইল। আমি একজন ছাত্র মানুষ। কাজেই পড়ালেখাতে আমাকে দিনের বেশিটা সময় ই ব্যস্ত থাকতে হয়। পড়া লেখার পাশাপাশি আমি প্রায় নিয়মিত ই বাংলাদেশ বেতার শুনে থাকি। এর মধ্যে বাংলাদেশ বেতারে প্রচারিত চায়না রেডিও ইন্টারন্যশনালের বিভিন্ন বাংলা অনুষ্ঠান ও আমি মন দিয়ে শোনার চেষ্টা করি। এত ব্যস্ত্যতার মাঝেও তোমাদেরকে আজই প্রথম ই মেইল করলাম। আশা করছি পড়ে শোনাবেন। আর আপনাদের কাছে আমার রিকুয়েষ্ট থাকবে, আমার মেইলটি যদি আপনারা পড়েন তবে, আমাকে একটা ওয়ার্ডের মাধ্যমে জানিয়ে দিবেন, যে আপনার ই মেইলটি পড়া হয়ে গেছে। কারন পূর্বেই বলেছি আমি একজন ছাত্র, তাই অনেক সময় ইচ্ছা থাকলেও শোনা হয়না।

আচ্ছা, মোঃ সাদ্দাম হোসাইন, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ার স্বাগত জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে চিঠিতে আপনার ক্লাবের পরিচয় করবেন। আশা করি, আপনি এবং আপনার ক্লাবের সদস্যরা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040