0220m |
প্রিয় শ্রোতা, আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাবো কানাডার গায়ক Michael Bublé–এর গান "Home"।
গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি, ভালো। আচ্ছা, এখন আমরা যুক্তরাষ্ট্রের Country Music সঙ্গীতদল Lady antebellum-এর Bartender গানটি শুনবো। কেমন
বন্ধুরা, এবারে আমি আপনাদের শোনাবো Justin Timberlake-এর একটি গান। গানের শিরোনাম হচ্ছে Cry Me A River।
প্রিয় শ্রোতা, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতদল Linkin Park-এর কথা মনে আছে আপনাদের? এখন আমি আপনাদের সঙ্গে Linkin Park-এর Numb নামের গানটি শুনবো, কেমন?
গানটি কেমন লেগেছে আপনাদের। নিশ্চয়ই এ গানটি ভালো লেগেছে আপনাদের।
এবারে আমরা যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতদল Yellowcard–এর 'Breathing' নামের গানটি শুনবো, কেমন?।
প্রিয় শ্রোতা, আমাদের এই সঙ্গীতানুষ্ঠানে আমরা এমন কিছু গান শোনাতে চাই, যাতে আপনারা যেন বিশ্ব সঙ্গীতের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।
এবারে আমরা অস্ট্রেলিয়ার গায়িকা Iggy Azalea–এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'Beg For It'
প্রিয় শ্রোতা, আপনারা হয়তো বিখ্যাত মার্কিন গায়ক Mariah Carey এর নাম শুনে থাকবেন । তাঁর অনেক বিখ্যাত গান রয়েছে। আর এদের মধ্যে রয়েছে "Shake It Off" নামের সেই বিখ্যাত গানটি। এখন আমি আপনাদেরকে এই বিখ্যাত গানটি শোনাতে চাই, আশা করি এ গানটি আপনাদেরকে মুগ্ধ করবে।
বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন গায়িকা Alicia Keys –এর If i aint got you নামের গানটি।
আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ফরাসি চলচ্চিত্র La Boum-এর থিম গান শোনাবো। আর এ গানটির নাম 'Reality' । আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।