Web bengali.cri.cn   
প্রিটি হার্টস
  2015-02-06 15:15:43  cri

 


প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে মার্কিন বিখ্যাত গায়িকা Beyonce-এর 'Pretty Hurts' গানটি শোনাবো। আশা করি, আপনাদের ভাল লাগবে। তাহলে শুনুন গানটি।

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো ।

এখন শুনবেন মার্কিন সঙ্গীতদল Anthem Lights-এর গান "Can'T Get Over You"।

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে Almost Lover গানটি। গেয়েছেন মার্কিন বিখ্যাত গায়িকা A Fine Frenzy।

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদেরকে জানাতে চাই যে, আমাদের এই সঙ্গীতানুষ্ঠানে আমরা এমন কিছু গান শোনাতে চাই,যাতে আপনারা যেন বিশ্ব সঙ্গীতের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আমাদের এ প্রচেষ্টা। এ গানগুলো আপনাদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি আমরা ।

এবার আমরা মার্কিন গায়িকা Katy Perry–এর একটি গান শুনবো। গানের শিরোনাম 'California Gurls'

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা ব্রিটিশ গায়িকা Ella Henderson–এর 'Glow' নামের গানটি শুনবো, কেমন?।

বন্ধুরা, এখন আপনারা শুনবেন ব্রিটিশ গায়ক James Blunt-এর গান-- If Time Is All I Have।

বন্ধুরা, এখন আপনারা শুনবেন Michael Bolton–এর বিখ্যাত When A Man Loves A Woman নামের গানটি।

আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ইউক্রেনের সঙ্গীতদল Kazaky-এর একটি গান শোনাবো। আর এ গানটির নাম হলো What You Gonna Do। আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040